এখন পড়ছেন
হোম > Uncategorized > মুকুল ছাড়াই অনুষ্ঠিত হল পাবলিক একাউন্ট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা

মুকুল ছাড়াই অনুষ্ঠিত হল পাবলিক একাউন্ট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়। নির্বাচনের ফলাফলের পর তৃণমূলে যোগদান করেন তিনি। তবে, এখনও বিজেপির বিধায়ক পদ তিনি ধরে রেখেছেন। এরপর বিজেপির প্রবল আপত্তি সত্ত্বেও তাঁকে বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। আবার, বিজেপি বিধায়ক অম্বিকা রায় মুকুল রায়ের পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ খারিজের দাবিতে জনস্বার্থ মামলা করেছেন হাইকোর্টে। এই পরিস্থিতে গতকাল বিধানসভায় অনুপস্থিত থাকলেন মুকুল রায়।

গতকাল বিধানসভায় পাবলিক একাউন্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকলেন না পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়। তবে, তিনি অনুপস্থিত থাকলেও, অর্থ কেলেঙ্কারির দুটি গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে পাবলিক একাউন্ট কমিটির বৈঠকে আলোচনা করা হয়েছে। দুটি অর্থ তছরুপের ঘটনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে পাবলিক একাউন্টস কমিটিকে জানাতে বিধানসভাতে উপস্থিত হয়েছিলেন দুই বিভাগের সরকারি আধিকারিকেরা। কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না মুকুল রায়। তাঁর অনুপস্থিতির কারণ এখনো জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, বিধানসভাতে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে মামলা চলছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিধানসভার স্পিকারের কাছে তিনি একমাস সময় চেয়েছেন। স্পিকার তাঁর আবেদনে সাড়া দিয়েছেন। তবে এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এজন্য হাইকোর্টে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে হাইকোর্টে মুকুল রায়ের বিরুদ্ধে চলছে জনস্বার্থ মামলা। তাঁর পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ খারিজের দাবীতে মামলা করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!