এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিল্লির বৈঠক ঘিরেই দিলীপ- মুকুল শিবিরের স্পষ্ট বিভাজন? রাজ্য-রাজনীতিতে নতুন জল্পনার গুঞ্জন!

দিল্লির বৈঠক ঘিরেই দিলীপ- মুকুল শিবিরের স্পষ্ট বিভাজন? রাজ্য-রাজনীতিতে নতুন জল্পনার গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এতদিন গুঞ্জন চলছিল যে, বিজেপিতে মুকুল রায় এবং দিলীপ ঘোষের সম্পর্কে ব্যাপক ফাটল ধরেছে। কিন্তু এবার কি তা প্রকাশ্যে চলে এল? বিজেপি সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের মতপার্থক্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর এর পরেই চোখের চিকিৎসা রয়েছে বলে কলকাতায় ফিরে এসেছেন মুকুল রায়।

জানা যায়, বুধবার থেকেই বিজেপির বাংলাকে নিয়ে দিল্লিতে বৈঠক শুরু হয়েছে। যেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আজ সেখানেই মুকুল রায় এবং দিলীপ ঘোষ এর মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দিলীপ ঘোষের বাসভবনে বৈঠক হলেও, সেখানে উপস্থিত থাকেননি মুকুল রায়।

জানা যায়, প্রথম দিনের বৈঠকে বাংলায় বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, বিজেপি 190 টি আসন পাবে। আর এর পরেই সেই নিয়ে আপত্তি জানান মুকুল রায়। যা নিয়ে দিলীপ ঘোষ বনাম মুকুল রায়ের মধ্যে চরম তরজা সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর ফলেই তিনি ক্ষুব্ধ হয়ে দিল্লি ছেড়ে কলকাতায় পা রেখেছেন বলে জানা যাচ্ছে। যদিও বা এই প্রসঙ্গে তেমনভাবে কোনো মুখ খোলেননি মুকুল রায়। তিনি বলেন, “ওসব কিছু হয়নি‌। প্রথম দিনের বৈঠকে নীতি নির্ধারণ সংক্রান্ত আলোচনা হয়েছে। আমি তাতে ছিলাম তো। তার পরের দিন থেকে জেলা ধরে ধরে আলোচনা হওয়ার কথা‌। সেই বৈঠকে থাকার আমার কোনো অর্থ হয় না। তাছাড়া আমার চোখে ইনজেকশন নেওয়ার বিষয় ছিল। যেহেতু দিল্লিতে থাকার কোনো প্রয়োজন নেই, তাই তার চিকিৎসা জরুরি। তাই ফিরে এলাম। পরে যখনই কোনো বৈঠকে যোগ দেওয়ার প্রয়োজন হবে, নেতৃত্ব যখন আমাকে ডাকবেন, আমি যোগ দেব।”

অন্যদিকে দিলীপ ঘোষ আবার সুকৌশলে বক্তব্য রেখে বলেছেন করোনা ভাইরাস রয়েছে‌। তাই মুকুলবাবু একটু দূরে দূরে থাকছেন। যদিও এই ব্যাপারে জল্পনার সুর শোনা গেছে বিজেপি নেতা সায়ন্তন বসুর গলায়‌। তিনি বলেন, “দিল্লিতে কি ঘটেছে, আমি এখনও ঠিক জানি না। আমি শনিবার দিল্লি যাব। তারপরে হয়ত জানতে পারব, কিছু ঘটেছিল কিনা।” সব মিলিয়ে এখন মুকুল রায়ের বৈঠক ছেড়ে কলকাতায় চলে আসার মূল কারণ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব, নাকি শুধুমাত্র শারীরিক অসুস্থতা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!