এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল-কৈলাশের ‘বৃহত্তম ষড়যন্ত্রের শিকার তিনি , সুপ্রিম কোর্টে হলফনামা পেশ আইপিএস রাজীব কুমারের

মুকুল-কৈলাশের ‘বৃহত্তম ষড়যন্ত্রের শিকার তিনি , সুপ্রিম কোর্টে হলফনামা পেশ আইপিএস রাজীব কুমারের


মুকুল-কৈলাশের ‘বৃহত্তম ষড়যন্ত্রের শিকার তিনি , সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে এমনটাই জানালেন আইপিএস রাজীব কুমার।  জানা যাচ্ছে যে, তদন্তে অসহযোগিতা ও রাজীব কুমারের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগএনে তাঁকে গ্রেফতারের আবেদন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই। আর তার পর রাজীব কুমারকে সাতদিন সময় দিয়ে তাঁর পক্ষ থেকে হলফনামা জমা করার আদেশ দেয় সুপ্রিম কোর্ট।

আর সেই হিসাবে এদিন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, জমা দেওয়া হলফনামায় রাজীব কুমার জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে ,যা করেছেন বিজেপি নেতা মুকুল রায় এবং বিজেপির বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। আর সেই ষড়যন্ত্রের ফলে সিবিআই তাঁকে টার্গেট করেছে বলেই নাকি দাবী করেছেন তিনি। জানা যাচ্ছে এই মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সারদা চিটফান্ড নিয়ে তদন্তের জন্য সিট গঠন করেছিল রাজ্য সরকার। আর তার মাথায় ছিলেন রাজীব কুমার। এখন তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি তদন্ত করার নাম করে তদন্তের সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করেছেন।

গত, ৩ ফেব্রুয়ারি এই নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই তাঁর সরকারি বাসভবনে গিয়েছিল যা নিয়েই রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,তিনি ধারণায় বসে গিয়েছিলেন। এরপর তাঁকে কোর্ট এর নির্দেশে ৮ দিন ধরে শিলং-এ জেরা করা হয় আর তার পর রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা ও তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনে তাঁকে গ্রেফতারের আবেদন করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিবিআই।

এদিকে এই নিয়ে এখনো মুখ খোলেন নি বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গী। তবে এই কাঁদে মুকুল রায় ও কৈলাশ বিজয়বারগির নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি যে আরো গুরুতর হলো তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কোন দিকে মোর নেয় রাজীব কান্ড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!