এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল কোন দলের ? আজই বিধায়ক পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অধ্যক্ষের !

মুকুল কোন দলের ? আজই বিধায়ক পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অধ্যক্ষের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুকুল রায় একুশের বিধানসভার নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু তারপরেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি বিধায়ক পদ ছাড়েননি। উপরন্তু তিনি সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন বিজেপির  আপত্তি সত্ত্বেও। আর তারপর থেকেই বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে।

গত ১১ ফ্রেব্রুয়ারি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু গত বছরের ১১ জুন যে সাংবাদিক বৈঠকে বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেই সাংবাদিক বৈঠককে প্রমাণ হিসেবে ধরে স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলেন দুই বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গ উল্লেখ্য যে গত মার্চ মাসে বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গভাইকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছিল এক মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে কলকাতা হাইকোর্টকে।

ইতিমধ্যেই কয়েক দফার শুনানি পর্ব চলেছে বিধানসভায়। সব পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন স্পিকার। তারই পরিপ্রেক্ষিতে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমনটা জানা যাচ্ছে সংবাদ সূত্রে । তবে গোটা বিষয় টি এই মুহূর্তে চুরান্ত সিধান্তের পর্যায়ে থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে । সব মিলয়ে এখন দেখারা বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!