এবার অভিষেকের মন্তব্য নিয়ে তৃণমূলনেত্রীকে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল রাজ্য December 7, 2017 বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার বার তাঁকে আক্রমণ করা হয়েছে। “গদ্দার,বুড়োভাম,কোনো ভোটে জেতেননি” ,এইসব তো ছিলই। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মুকুল রায়কে নাম না করে “বাংলার মীরজাফর” ও বলেছেন। এরপরে ধর্মতলায় যুব তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের সভা থেকে তিনি বলেন গত কলকাতা পুরসভা নির্বাচনের সময়ে রূপা গঙ্গোপাধ্যায়কে মেয়র পদপ্রার্থী করতে গিয়ে হোঁচট খায় বিজেপি। ভোটার তালিকায় নামই ছিল না রূপার। এখন একজন রাজ্য থেকে গিয়ে দিল্লির ভোটার হয়েছেন। আর এক ওয়েবপোর্টালের খবর অনুযায়ী সেই সুরেই বিঁধলেন মুকুল রায়কে এদিন তিনি বললেন এই রাজ্যের যে কোনও কেন্দ্র নিজে বেছে নিয়ে ভোটে জিতে দেখান মুকুল রায়।যদিও আগে এই নিয়ে বার বার কটাক্ষ করা হয়েছে মুকুল রায়কে তৃণমূলের তরফ থেকে। বলা হয়েছে যে মুকুল রায় মানুষের ভোটে জিতে তিনি কখনও দিল্লি যেতে পারেননি।এর উত্তর নাকি মুকুলবাবু টেলিফোনে দিয়েছেন বলে সেই ওয়েব পোর্টাল দাবী করেছে। সেই ওয়েবপোর্টালের খবর অনুযায়ী অভিষেকের নাম না করে মুকুল রায় বলেন, ‘‘একটা বাচ্চা ছেলের জন্য তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। ও তো ইতিহাস জানে না। জানলে জানতে পারত যে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দীর্ঘদিন দিল্লির ভোটার ছিলেন।’’ সাথে তিনি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন , ‘‘তৃণমূলনেত্রী তো নিজেকে জাতীয় নেত্রী বলে দাবি করেন। উনিও পশ্চিমবঙ্গের বাইরে যে কোনও রাজ্যের যে কোনও কেন্দ্র থেকে ভোটে জিতে দেখান।’’যার দ্বারা কার্যত ফাদে ফেললেন তৃণমূলনেত্রীকে।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -