এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল-মমতা পাশাপাশি! প্রশান্ত নয়, এখনও তৃণমূলের অন্দরে রয়েছে মুকুল আবেগ!

মুকুল-মমতা পাশাপাশি! প্রশান্ত নয়, এখনও তৃণমূলের অন্দরে রয়েছে মুকুল আবেগ!


প্রায় অনেকদিন হয়ে গেল, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তৃণমূল ভবন থেকে শুরু করে তৃণমূলের প্রতিটি অনুষ্ঠানেই মুকুল রায়ের অভাব অনুভব করেন তৃণমূলের নেতাকর্মীরা। মুখে না বললেও, মরমে মরমে যে মুকুল রায়ের গভীর অভাব অনুভব করেন ঘাসফুল শিবিরের অনেকে, তা স্পষ্ট সকলের কাছে।

এককালে মুকুল রায় যখন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন, তখন অনেকে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস না বলে “তৃণমুকুল কংগ্রেস” বলে অভিহিত করত। কেননা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মুকুল রায়কে দেখিয়ে দেওয়া থেকে শুরু করে তৃণমূলের কোন পার্টি অফিসের চাবি কার কাছে থাকে, তার সবটাই জানতেন এই মুকুলবাবু।

তবে সেই সব দিন আজ অতীত। এখন তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক। গত লোকসভা নির্বাচনে তার ক্যারিশমাতেই বিজেপি বাংলা থেকে 18 টা আসন দখল করেছে। 2021 এ বাংলা থেকে তৃণমূলকে সরানোর জন্য ইতিমধ্যেই মাস্টারপ্ল্যান করা শুরু করেছেন সেই মুকুল রায়। আর এরই মাঝে মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একসাথে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, সম্প্রতি ভয়াবহ দূর্যোগ এলাকা পরিদর্শনে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই তাকে অভিবাদন জানাতে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আর এখানেই উপস্থিত ছিলেন বিজেপির প্রতিনিধিরা যার মধ্যে অন্যতম বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন মুকুলবাবু আর সেই মুকুলবাবু কেই দেখা গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছেন ঠিক তার পিছন দিয়ে তিনি চলে যাচ্ছেন। আর টেলিভিশনে এই ছবি দেখার পরই আবেগ উস্কে উঠতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, একসময় এই মুকুলবাবু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করতেন, তখন তার একদম পেছনে থাকতেন। আর এবার তৃণমূল নেত্রী যখন সাংবাদিক বৈঠক করলেন, তখন তিনি তার পেছন দিক দিয়ে চলে গেলেন। অনেকের পক্ষে তা মানা কষ্টকর হলেও, মুকুল রায়কে নিয়ে তৃণমূলে যে আবেগ এখনও চরম পরিমাণে রয়েছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের কাছে।

অনেকে বলছেন, মুকুল রায়ের বিকল্প হিসেবে বর্তমানে তৃণমূলের রাজনৈতিক রননীতিকার করা হয়েছে প্রশান্ত কিশোরকে, কিন্তু তা সত্ত্বেও মুকুলবাবুর অভাব পরতে পরতে অনুভব করছেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা। প্রকাশ্যে কেউ বলছে না ঠিকই, কিন্তু বিজেপি নেতা মুকুল রায় এখনও তৃণমূলের অনেকের কাছে নস্টালজিয়া স্বরূপ।

তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়কে একসাথে দেখা যাওয়ায় অনেক তৃনমুল কর্মীর মনের মধ্যে অতীতের কথা এবং দৃশ্য ভাসতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে যতই বলুক না কেন, তৃণমূলে যে এখনও মুকুল রায়কে নিয়ে আবেগ যথেষ্ট পরিমাণে রয়েছে, তা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!