এখন পড়ছেন
হোম > রাজ্য > অযোধ্যায় রামমন্দির নিয়ে মাস্টারস্ট্রোকে মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়িয়ে দিলেন মুকুল রায়

অযোধ্যায় রামমন্দির নিয়ে মাস্টারস্ট্রোকে মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়িয়ে দিলেন মুকুল রায়


বিজেপি দলের রামনবমী পালন কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার পর এই বছর তিনি প্রথমবারের জন্য রামনবমী মিছিলে নামেন। এদিন সকালে তিনি নিউটাউন থেকে দলের হয়ে রামনবমী মিছলীয়ে নামেন এবং বিকেলে বাগবাজার থেকে বের হওয়া মিছিলে যোগ দেন। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বছর প্রথম বারের জন্য রামনবমী মিছিল বের করে তৃণমূল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিষয়টিকে কটাক্ষ করে এদিন মুকুল রায় জানান, “রামনবমী পালন করতে হলে মেনে নিতে হবে রাম জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায়। তাই সেখানেই রাম মন্দির তৈরি করতে হবে।” বিষয়টি মুখ্যমন্ত্রীর মেনে নেওয়ার দাবি করেন মুকুল রায়। বিজেপির রামনবমী পালন নিয়ে গত বছর থেকেই জল্পনা চরমে। অনেকেরই মতে রামনবমী পালন বাংলার সংস্কৃতি নয়। এর পাল্টা জবাবে মুকুল রায় জানান অন্য জায়গা থেকে বাংলায় রামনবমী বিজেপি আমদানি করে নি। তাঁর কথায়, “রাম বাংলার সংস্কৃতির সঙ্গেই যুক্ত। শ্রীচৈতন্য হরে কৃষ্ণ হরে রাম বলতেন। অনেকের নাম তাঁর মা-বাবা রামকৃষ্ণ রাখেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!