এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবার পথে হেঁটেই মমতাকে তোপ শুভ্রাংশুর, জেনে নিন

বাবার পথে হেঁটেই মমতাকে তোপ শুভ্রাংশুর, জেনে নিন


 

প্রায় অনেকদিন হল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত মুকুল রায়। তবে মুকুলবাবু বিজেপিতে যোগদান করলেও, তার ছেলে তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে বিজেপিতে যোগদান করাতে পারেননি। তবে বাবার পাশে দাঁড়িয়ে সেই মুকুল পুত্র শুভ্রাংশু রায় প্রায় অনেকদিন হল, গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।

আর বিজেপিতে নাম লেখানোর সময়ে তিনি বলেছিলেন যে, “রাজ্যে পরিবর্তন আসন্ন। বাবা যে লড়াইয়ে নেমেছে, আমি তার পাশে আছি। আমার শরীরে মুকুল রায়ের রক্ত বইছে।” আর বাবার দেখানো পথে বিজেপিতে নাম লেখানোর পর, এবার পিতার কায়দায় পুত্রের তরফে আক্রমণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বস্তুত, সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার রাজপথে পদযাত্রা করে সভা সমিতির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন তিনি। সম্প্রতি এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক সভা থেকে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোটের দাবি করেছিলেন তৃণমূল নেত্রী।

যেখানে তিনি বলেন, “কেন্দ্রের এই আইনের জন্য একটা গণভোট হোক। সেখানে কোনো রাজনৈতিক দল থাকবে না। রাষ্ট্রপুঞ্জ গণভোট করুক। তাহলেই প্রমাণ হয়ে যাবে, কারা এই আইনের পক্ষে রয়েছেন।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোটের দাবি নিয়ে পাল্টা তাকে আক্রমন করতে দেখা যায় বিজেপি নেতা মুকুল রায়কে।

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চাইছে কিনা, তার জন্য একটা গণভোট হওয়া অত্যন্ত জরুরি বলে জানিয়ে দেন বঙ্গ বিজেপির চাণক্য। যা নিঃসন্দেহে তৃণমূল নেত্রীর বক্তব্যের পাল্টা বক্তব্য হিসেবেই ধরে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বাবা মুকুল রায়ের দেখানো পথেই হেঁটে এককালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর কটাক্ষ করলেন বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়। সূত্রের খবর, এদিন শুভ্রাংশু রায় বলেন, “বাংলায় একটা গণভোট করা হোক। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চান কিনা, তার জন্য গণভোট অত্যন্ত জরুরী। আসলে কেউ ওনাকে মান্য করে না। ভোটের আগে উনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু ফলাফলে মুখ থুবরে পড়েছে। বিষয়টি আসলে গাঁয়ে মানে না আপনি মোড়লের মত।”

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বীজপুরের বিধায়ক আরও বলেন, “দিদি বাংলা ভাগের চক্রান্ত করছেন। খুব সুষ্ঠুভাবে মানুষের মনে ঢুকিয়ে দিয়ে বাংলাকে ভারত থেকে আলাদা করার কাজে যুক্ত রয়েছেন।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুকুল রায়ের পুত্র তথা প্রাক্তন তৃণমূল বিধায়কের এহেন মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সৈনিক তার বিরুদ্ধে এইরূপ মন্তব্য করায় তৃণমূল যে এখন অনেকটাই অস্বস্তিতে পড়তে শুরু করবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়! শুভ্রাংশু রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য ঠিক কি হয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!