এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল নয়, ত্রিপুরা দখলে আনতে এই হেভিওয়েটই বড় ভরসা মমতার! জেনে নিন!

মুকুল নয়, ত্রিপুরা দখলে আনতে এই হেভিওয়েটই বড় ভরসা মমতার! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2017 সালের আগে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন মুকুল রায়, তখন সর্বভারতীয় ক্ষেত্রে দলের বিস্তার লাভের জন্য তার ওপর ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ত্রিপুরা দিয়ে অন্যান্য রাজ্যে ধীরে ধীরে এগোনোর পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাতে দলকে শক্তিশালী করার জন্য দায়িত্ব পেয়েছিলেন মুকুল রায়। তবে সেই মুকুল রায় 2017 সালের গেরুয়া শিবিরে যোগদান করার পর ত্রিপুরায় নিজেদের সংগঠনের স্বপ্ন দেখা তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপের মুখে পড়ে যায়। মুকুল রায়ের হাত ধরে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তারা আবার মুকুল রায়ের পথ ধরে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আবার সেই মুকুল রায় ফিরে এসেছেন নিজের পুরাতন দল তৃণমূল কংগ্রেসে।

আর তারপর থেকেই বাংলার অনেক বিজেপি নেতা যেমন তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে, ঠিক তেমনি ত্রিপুরাতেও বিজেপিতে ভাঙ্গন ধরতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে মুকুল রায়ের ওপর ভরসা রেখে ত্রিপুরাতে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস বিজেপিতে চাপ বাড়িয়ে দিতে পারে বলে দাবি করছেন একাংশ। তবে এক্ষেত্রে মুকুল রায় নয়, এবার ত্রিপুরায় সংগঠন বাড়ানো শুরু করে বিজেপির ঘর ভাঙ্গা, সবকিছুর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের একমাত্র ভরসার জায়গা বিশিষ্ট নির্বাচনী রননীতিকার প্রশান্ত কিশোর বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের একটি টিম ত্রিপুরাতে পৌঁছে গিয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন তারা‌। একাংশ বলছেন, 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া যায়। বিভিন্ন জায়গায় প্রশান্ত কিশোরের টিম ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে তৃণমূলের কোথায় কোন দুর্বল দিক রয়েছে, তা তুলে ধরে সেই দিক যাতে অবিলম্বে ঠিক করা যায়, তার জন্য করা হয় পরিকল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ধীরে ধীরে সেই প্রশান্ত কিশোর এবং তার টিমের উপর ভরসা রেখে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার ভিন রাজ্যে সংগঠন গড়ার স্বপ্ন নিয়ে যখন এগিয়ে শুরু করেছে ঘাসফুল শিবির, তখন ত্রিপুরাতেও সংগঠন বিস্তারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ভরসা যে সেই প্রশান্ত কিশোর, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি বাংলার পর এবার অন্যান্য রাজ্যগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংগঠন বিস্তারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছেন প্রশান্ত কিশোর?

পর্যবেক্ষকরা বলছেন, প্রশান্ত কিশোর এমন একজন ব্যক্তিত্ব, যিনি খুব ভালো করেই বিভিন্ন রাজ্যের রাজনৈতিক মাটির গন্ধ চেনেন। তাই তাকে দিয়েই এখন বিভিন্ন রাজ্যের সংগঠন গড়ার স্বপ্ন দেখতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় ব্যাকফুটে চলে যাওয়ার পর 2021 সালের নির্বাচনী বৈতরণী পার করে তারা প্রশান্ত কিশোরের ওপর ত্রিপুরার সংগঠন চাঙ্গা করার জন্য ভরসা রাখতে শুরু করেছে ঘাসফুল শিবির।

এক্ষেত্রে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর ত্রিপুরার সুদীপ রায় বর্মন সহ একাধিক বিজেপি বিধায়ক দলবদল করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তাই সেখানকার বিজেপি সরকারকে চাপে ফেলতে এবং নিজেদের সংগঠন তৈরি করতে প্রশান্ত কিশোর তুরুপের তাস হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সব মিলিয়ে বিজেপির গড় ত্রিপুরাতে পিকে টিম যেতেই নয়া আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!