এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলকে তোপ দিদির অনুগত সৈনিকের , চুপ করে থাকবেন না জানালেন রাজ্যের মন্ত্রী

মুকুলকে তোপ দিদির অনুগত সৈনিকের , চুপ করে থাকবেন না জানালেন রাজ্যের মন্ত্রী


গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে সবচেয়ে চর্চার বিষয় হলো সব্যসাচী দত্ত ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের বিরোধ।ইতিমধ্যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই ইঙ্গিত দিয়েছেন যে বিধাননগর পুরসভার চেয়ারম্যান পদ থেকে সব্যসাচী দত্তকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।এইবার সব্যসাচীর বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।গতকাল সব্যসাচীর বিরুদ্ধে তিনি স্পষ্ট বার্তা দেন যে দলের উর্ধে কেউ নয়.

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে, “ভাবমূর্তি নষ্ট করা হলে তিনি যে মাপেরই নেতা হোন, দল সেদিকে নজর রাখবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । যাঁরা দলের নিয়ম মেনে চলেন না, দলের নিয়ম তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া । দলের বিরুদ্ধে গিয়ে তো আমি কোনও কথা বলতে পারব না ।” সব্যসাচী প্রসঙ্গে প্রথমে তিনি কিছু বলতে চাইছিলেন না. তারপর সাংবাদিকদের বারংবার এই প্রশ্নে তিনি বলেন, “আপনারাই তো তাঁকে দল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এত প্রশ্ন করছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সব্যসাচী দত্ত প্রসঙ্গে পার্থবাবুর সাফ কথা উনি দলের এমন কোনও বড় নেতা নন যে তাঁকে নিয়ে তৃণমূলকে এত চিন্তাভাবনা করতে হবে। তিনি বলেন, “উনি নিশ্চয় জানেন যে কোনটা করলে ওঁর ভালো হবে। তিনি সেটাই করবেন । পাশাপাশি, আমরাও জানি যে কোনটা করলে দলের ভালো হবে।”

ইদানিং সব্যসাচী দত্ত ও মুকুল রায় এর ঘনিষ্টতা বারবার বিড়ম্বনায় ফেলেছে তৃণমূলকে। দিন সাংবাদিকদের সামনে পার্থবাবু তীব্র আক্রমন করেন নিজের প্রাক্তন সতীর্থ মুকুল রায়কে। তাঁর কটাক্ষ, ” মুকুলবাবু একজন রঙ এডভাইসর। উনি আমাদের দলেও বেশকিছু উল্টোপাল্টা লোক ঢুকিয়েছিলেন। এখন ওনার নতুন দলেও এইসব করছেন। এইসব করতে গিয়ে নিজেও ডুববেন দলকেও ডোবাবেন।”

এরপর মুকুল রায়ের উদ্দেশে বলেন, “যদি পশ্চিমবঙ্গে এতই ক্ষমতা থাকে, তাহলে দিল্লি গিয়ে কেন ভোটার লিস্টে নাম লেখাল ? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যাকে তারা আক্রমণ করছে, এবার আর চুপ থাকা যাবে না ।”

লোকসভা নির্বাচনের আগেও সব্যসাচীর সঙ্গে মুকুল রায়ের সাক্ষাৎ নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র বিতর্ক হয়েছিল। তা সত্ত্বেও মুকুলবাবু ও সব্যসাচী দত্তের ‘লুচি-আলুরদম’ সাক্ষাৎ হয়েই চলেছে। এই প্রসঙ্গে ভোজনরসিক হিসেবে পরিচিত পার্থবাবুর কটাক্ষ, “আমি তো লুচি আলুর দম খাইয়ে রাজনীতি করি না তাই খুব একটা বলতে পারব না । তবে ছবি দেখে মনে হচ্ছে খাওয়া-দাওয়া ভালোই হচ্ছে। ওঁদের প্লেটের ছবি দেখেছি। অবশ্য আলু, বোঁদে খেলেই যে হবে তা তো নয় । দিল্লির লাড্ডু খেলেই বুঝবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!