এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল পুত্রকে নিয়ে বিশেষ বার্তা তৃণমূলের, জল্পনা বাড়ছে প্রত্যাবর্তনের

মুকুল পুত্রকে নিয়ে বিশেষ বার্তা তৃণমূলের, জল্পনা বাড়ছে প্রত্যাবর্তনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূলে প্রবল ভাঙ্গন দেখা দিয়েছিল। তৃণমূলের একাধিক হেভিওয়েট তৃণমূল ছেড়ে যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই বইতে শুরু করেছে উল্টো স্রোত। বিজেপির বহু নেতা-নেত্রী দল ছাড়তে শুরু করেছেন। অনেকে তৃণমূলের ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এই আবহে এক তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। যেখানে তিনি জানিয়েছেন যে, জন সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার পূর্বে আত্মসমালোচনা করার অধিক প্রয়োজন রয়েছে। পোস্টের শেষে নিজের নাম জুড়ে দিয়েছেন শুভ্রাংশু রায়।

তাঁর এই পোষ্ট সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, একদা পদ্মমুখী হওয়া শুভাংশু রায় আবার ফিরে যেতে চলেছেন ঘাসফুলে। এরপর এ বিষয়ে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তাঁর এই ফেসবুক পোস্ট সম্পর্কে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, শুভাংশু রায় একসময় তাঁদের দল তৃণমূলেই ছিলেন। তাঁর হয়তো খুব খারাপ লেগেছে। মাঝে মাঝে দলের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তবে ভাল লাগছে যে, তাঁর শুভবুদ্ধি জেগেছে। তিনি তাঁর কাছে স্নেহের পাত্র, বয়সে অনেক ছোট। তাঁর বাবা মুকুল রায়ও তাঁদের থেকে ছোট। শুভাংশু রায়কে তিনি স্নেহ করেন, এ কথা ঠিক। কিন্তু তাঁর তৃণমূলে ফেরার বিষয়ে তিনি কিছু জানেন না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই বক্তব্য থেকে অনেকে মনে করছেন যে, শুভাংশু রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পথ অনেকটাই সহজ হয়ে উঠেছে। আবার মুকুল রায় সম্পর্কেও যথেষ্ট সুর নরম করতে দেখা যাচ্ছে সৌগত রায়কে। তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানালেন, বিজেপির অনেক নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সকলের অবস্থাই শুভাংশু রায়ের মত। তবে, তাঁরা কতজনকে দলে ফিরিয়ে নিতে পারবেন? সেটা তাঁরা জানেন না। কিন্তু বিজেপির অনেকে তাদের তাদের দলে যোগদান করছেন, এটা তিনি জানেন।

তবে, মুকুল রায়ের পুত্র শুভাংশু রায়ের এই ফেসবুক পোস্ট ও এই বিষয় নিয়ে তৃণমূলের বক্তব্যকে তেমন গুরুত্ব দিলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন, ফেসবুকে কে কি পোস্ট করেছেন? তাতে তাঁদের কিছু আসে যায় না। ফেসবুকে নিজের মতামত দিয়েছেন শুভাংশু রায়, এতে বিজেপির কিছু আসে যায় না। তবে, নির্বাচনে পরাজয়ের পর থেকেই যেভাবে দলবদলুদের তৃণমূলে ফেরার সম্ভাবনা শুরু হয়েছে। তাতে শুভ্রাংশু রায়ও সে দলে নাম লেখান কিনা? সে প্রশ্ন রয়েছে সকলের মুখেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!