এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের অবস্থান নিয়ে পর্দাফাঁস! সৌজন্যে শুভেন্দু, শোরগোল রাজ্যে!

মুকুল রায়ের অবস্থান নিয়ে পর্দাফাঁস! সৌজন্যে শুভেন্দু, শোরগোল রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতীয় জনতা পার্টি ছেড়ে প্রথম বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন মুকুল রায়। আর তারপর থেকেই তাকে জব্দ করতে এবং তৃণমূল যাতে আর বিরোধী শিবিরে ভাঙন ধরাতে না পারে, তার জন্য পদক্ষেপ গ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলত্যাগ বিরোধী আইনকে কাজে লাগিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে উদ্যোগ নেয় বিরোধী শিবির। তবে দল পরিবর্তন করে পিএসি কমিটির চেয়ারম্যান হওয়া মুকুল রায়ের নানা মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।

যেখানে তৃণমূলে যোগ দেওয়া সত্ত্বেও, নিজেকে বিজেপির প্রতিনিধি বলে কখনও কখনও দাবি করেন মুকুল রায়। যার জেরে অনেকেই বলতে শুরু করেন, হয়ত বা মুকুল রায় অসুস্থ। তবে বর্তমান পরিস্থিতিতে যখন একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন, তখন সেই মুকুল রায়কে নিয়ে পর্দাফাঁস করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। যেখানে মুকুল রায়কে অসুস্থ হিসেবে সাজিয়ে রাখা হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন তিনি।

বলা বাহুল্য, বরাবর বিরোধীদের তরফ থেকেই পিএসির কমিটির চেয়ারম্যান করা হয়। কিন্তু এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া বিধায়ক মুকুল রায়কে সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর তারপরেই এই ব্যাপারে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বর্তমানে সেই মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবি তুলে প্রতি মুহূর্তে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতাকে। কিন্তু তারপরেও সেভাবে মুকুল রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জেরে গোটা বিষয়টি নিয়ে বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করে সেই মুকুল রায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “মুকুলবাবুকে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। পিএসির বৈঠকে হাজির হচ্ছেন না। খরচ আমরা করব, হিসেব রাখব, এটাই কাটমানি খ্যাত তৃনমূলের নীতি।” বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্য দিয়ে মুকুল রায়ের অসুস্থ হওয়ার বিষয়ে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করার চেষ্টা করলেন। অর্থাৎ গোটা বিষয়ে যাতে অধ্যক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তার জন্যই সুকৌশলে মুকুল রায়কে অসুস্থ বানিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বলা বাহুল্য, মুকুল রায় দল পরিবর্তন করার পর থেকেই তাকে কাবু করতে উঠে পড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু মাঝেমধ্যেই মুকুল রায়ের নানা মন্তব্য নিয়ে প্রশ্ন তৈরি হতে শুরু করে। আর তারপরেই একাংশ দাবি করেন, মুকুল রায় অসুস্থ। সেই কারণে তাকে পিএসি কমিটির বৈঠকেও দেখা যাচ্ছে না। তবে এবার গোটা বিষয়ে মন্তব্য করে রীতিমতো বোমা ফাটালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!