এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের অকস্মাত্ দলবদল, রাজনৈতিক নেতাদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

মুকুল রায়ের অকস্মাত্ দলবদল, রাজনৈতিক নেতাদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় নিঃশব্দে পুরনো দলে ফিরে গেলেন মুকুল রায়। দলের নেতৃত্বকে অজ্ঞাত রেখে তাঁর এই হঠাৎ প্রত্যাবর্তন। যে ঘটনায় তীব্র আলোড়ন পড়ে গেছে রাজনৈতিক মহলে। দীর্ঘ দিনের পুরনো সৈনিক দলে ফিরে আসায় উচ্ছ্বাসের বাতাবরণ তৃণমূলে, পক্ষান্তরে চাপা ক্ষোভ ও আশঙ্কার পরিবেশ তৈরী হয়েছে বিজেপি শিবিরে। মুকুল রায়ের হঠাৎ প্রত্যাবর্তনকে কটাক্ষ করেছেন বেশ কিছু বিজেপি নেতা।

মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। যে টুইটে তিনি প্রশ্ন করেছেন যে, রাজনৈতিক নেতাদের মানুষ কেন অপছন্দ করবেন না? কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে নৈতিক কিছু আর আশা করা যায় না। তবে তিনি দোষ দিতে চাইছেন না। অনেকেই দল বদলান, সেটাও ঠিক আছে।

কিন্তু, ব্যাডমিন্টনের শাটলের মত এদিক-ওদিক করারও একটা বয়স থাকে। আত্মসম্মানের ব্যাপার না হয় ছেড়েই দিচ্ছেন তিনি। মুকুল রায়কে কটাক্ষ করে তিনি জানান, তিনি যে ধরনের গভীর জলের মাছেদের সঙ্গে ঘোলা জলে সাঁতার কাটতে ভালোবাসেন, সেখানেই খুশিমনে তিনি ফিরে গেছেন, এতে বেশ ভালোই হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, মুকুল রায়ের তৃণমূলে ফেরার পর তাঁকে কটাক্ষ করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানালেন যে, বাংলার মীরজাফর যার জন্য আজ বিজেপির এই অবস্থা। এরা যত তাড়াতাড়ি চলে যাবেন, ততই দলের ভালো হবে। তবে, তাঁরা বিজেপির সৈনিক হয়ে ছিলেন, আছেন ও থাকবেন। কোন বেইমান বা গদ্দার তাঁদের লড়াই করার মানসিকতাকে ভেঙে দিতে পারবেন না। বস্তুত, মুকুল রায় বিজেপি ছাড়ার পর দলের বেশ কিছু নেতৃত্ব তাঁকে কটাক্ষ করেছেন। তবে বেশ কিছু নেতা-নেত্রী এ বিষয়ে এখনো নীরব রয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!