এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়ের বাড়িতে শোক জ্ঞাপন করতে পৌঁছালেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জ্জী

মুকুল রায়ের বাড়িতে শোক জ্ঞাপন করতে পৌঁছালেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় যখন অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের অধীনে ছিলেন সেসময় রাজ্য রাজনীতিতে হয়ে যায় বড়োসড়ো পরিবর্তন। মুকুল পত্নীকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে ব্যাপক জল্পনা তৈরী হয়। এবং তার কিছুদিনের মধ্যেই অনুমান অনুযায়ী মুকুল রায় স্বপুত্র তৃণমূলে যোগদান করেন। এরপর মুকুল পত্নীকে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার আওতায় আনার জন্য তাঁকে বিশেষ মেডিক্যাল অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইতে।

সাথে ছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। কিন্তু সেখানে গিয়ে তিনি আর লড়াই করতে পারলেননা। আজকে ভোরবেলা তিনি প্রয়াত হন। কৃষ্ণা রায় প্রাথমিকভাবে করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা সেরে গেলেও করোনার বিবিধ শারিরীক জটিলতা থেকে তিনি মুক্তি পাননি। দিন দিন তাঁর অবস্থা খারাপ হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায়ের জন্য রাজনৈতিক মহল থেকে শোকবার্তা ও সহানুভূতি জানিয়েছেন অনেকেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে আলাদা নজির রাখলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরাসরি শোকজ্ঞাপন করতে ও মুকুল রায়ের সাথে দেখা করে শান্ত্বনা দিতে তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পৌঁছালেন মুকুল রায়ের সল্টলেকের ফ্ল্যাটে। কার্যত আজকে বিধানসভায় ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 119 তম জন্মবার্ষিকী ছিল আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।

এরপর বেশ কিছুক্ষণ বিধানসভার কার্যবিধি নিয়ম অনুযায়ী চলতে থাকে। শুরু হয় সরকার-বিরোধী তরজা। এরপর বিধানসভার কাজ শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় সোজা বেরিয়ে যায় মুকুল রায়ের বাড়ির উদ্দেশ্যে। যদিও আগেই দলের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বোস মুকুল রায়ের সঙ্গে দেখা করে এসেছেন। কিন্তু এই পরিস্থিতিতে মুকুল রায়ের পাশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করা যে আলাদা দৃষ্টান্ত স্থাপন করবে, তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!