মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য বিশেষ পদক্ষেপ গেরুয়া শিবিরের, জল মাপছে রাজনীতি মহল তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 4, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছেন মুকুল রায়, পরে তিনি যোগদান করেছেন তৃণমূলে। কিন্তু বিজেপির বিধায়ক পদ এখনো ছেড়ে দেননি মুকুল রায়। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে, দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েই তিনি ছাড়বেন। দরকারের আদালতে যেতেও প্রস্তুত আছেন তিনি। আর এবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিতে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি। মুকুল রায়ের বিরুদ্ধে নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। প্রসঙ্গত নির্বাচনের ফলাফলের পর মুকুল রায়ের তৃণমূলে যোগদান করার পূর্বে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনতে দেখা গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলকে। সে সময় তাঁর বিধায়ক পদ খারিজ করতে আইনি পথ খুঁজছিল তৃণমূল। এবার এই অভিযোগেই তাঁর বিধায়ক পদ খারিজ করতে পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, তাঁকে নিয়ে চলা নারদ মামলার কথা নির্বাচনের হলফনামায় গোপন করেছেন মুকুল রায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আবার, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছে বিজেপি। যার মধ্যে অন্যতম হলো নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা জানালেন যে, মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করতে যে বিষয়গুলি উঠে আসছে, তার সমস্ত কিছু খতিয়ে দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপযুক্ত সময় সমস্ত কিছু জানানো হবে। কারণ তিনি নিজেই ঘোষণা করেছেন যে, দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেই তিনি ছাড়বেন। দরকারে তিনি আদালতেও যাবেন। প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পরেই বিজেপিতে বড়সড় ভাঙ্গনের আশঙ্কা শুরু হয়েছে। মুকুল রায়ের বহুসংখ্যক অনুগামী এখনও রয়ে গিয়েছেন বিজেপিতে। যেকোনো সময় তাঁরা মুকুল রায়ের মতো তৃণমূলে যোগদান করতে পারেন, এমন একটা সম্ভাবনা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। আপনার মতামত জানান -