এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের বিপদ বাড়াতে এবার একের পর এক কঠোর পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী

মুকুল রায়ের বিপদ বাড়াতে এবার একের পর এক কঠোর পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে জয়লাভের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। কিন্তু এখনও বিজেপির বিধায়ক পদ ছেড়ে দেননি তিনি। এদিকে বিজেপির প্রবল আপত্তি সত্ত্বেও মুকুল রায়কে বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এরপরেই মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানা যাচ্ছে। তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে যেমন আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী, তেমনই তাঁকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণের জন্যও আদালতের দ্বারস্থ হবেন তিনি। বিজেপি সূত্রের খবর, চলতি সপ্তাহেই দু’টি মামলায় আদালতে যাবার কথা শুভেন্দু অধিকারীর।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী নিজে তেমন কিছু না জানালেও, বিজেপি সূত্রে জানা গেছে যে, মুকুল রায়ের বিধায়ক পদ ও পিএসির চেয়ারম্যান পদ খারিজ করতে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে, গত ১৬ ই জুলাই বিধানসভার স্পিকারের ঘরে শুনানি হয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের। চলতি মাসের শেষ দিকে, এর পরবর্তী শুনানি রয়েছে। তবে, স্পিকারের কাছে দরবার করেই বসে থাকতে চান না শুভেন্দু অধিকারী, তাই এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিভাবে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করা হবে? সে বিষয়ে কথা বলতে দলের বেশ কিছু প্রবীণ বিধায়ক ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছেন শুভেন্দু অধিকারী। জানা গেছে, এ বিষয়ে একটি নথিও তৈরি করে ফেলা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বর পক্ষ থেকেও তাঁকে এ কাজের অনুমোদন দেয়া হয়েছে বলে, বিজেপি সূত্রের খবর। জানা যাচ্ছে, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করার পরই এ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লির বেশ কিছু বিশিষ্ট আইনজীবীর সঙ্গে সে বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগ বিধি ভঙ্গ ভাবে করা হয়েছে। পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে বিধায়ক সংখ্যার আনুপাতিক হারের যে নিয়ম রয়েছে, এক্ষেত্রে তা অমান্য করা হয়েছে। আবার মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে দেখানো হয়েছে। কিন্তু বিজেপির পরিষদীয় দল থেকে মুকুল রায়ের নাম পিএসির চেয়ারম্যান হিসাবে প্রস্তাব যেমন হয়নি, তেমনি এ প্রস্তাবকে সমর্থনও জানায়নি বিজেপি। মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে আনার প্রস্তাব করেছিলেন এক তৃণমূল বিধায়ক। আর এই প্রস্তাবে বিজেপির কোন বিধায়ক সমর্থনও করেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!