এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের বিপদ বাড়াতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী, টানটান উত্তেজনা রাজনীতিমহলে

মুকুল রায়ের বিপদ বাড়াতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী, টানটান উত্তেজনা রাজনীতিমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির প্রবল আপত্তি সত্ত্বেও দলত্যাগী মুকুল রায়কে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। যার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। আর এবার মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর মুকুল রায়ের দলত্যাগের প্রমাণ হিসেবে তিনটি বিষয় তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিন অস্র নিয়েই মুকুল রায়কে ঘায়েল করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির।

মুকুল রায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, তৃণমূল ভবনে তৃণমূলের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উত্তরীয় পরে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। আবার আলিপুরদুয়ারের প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে তৃণমূলের পতাকা দিযেছেন মুকুল রায়। তিনি যদি তৃণমূলে যোগদানই না করে থাকেন, তবে কীভাবে তিনি গঙ্গাপ্রসাদ শর্মার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে তাঁকে তৃণমূলে যোগদান করালেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, তৃতীয় বিষয় হিসাবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, মুকুল রায় তাঁর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেকে তৃণমূল নেতা হিসেবে তুলে ধরেছেন। সেই সমস্ত প্রমান তাঁরা সংগ্রহ করে রেখেছেন। সাতজন বিজেপি বিধায়কের মধ্যে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান পদের জন্য বেছে নেয়া হয়েছে। আগামী ১৬ ই জুলাই এ বিষয়ে শুনানি হওয়ার কথা। তার আগেই স্পিকার ঘোষণা করে দিয়েছেন যে, মুকুল রায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক। এ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

লোকসভার স্পিকারের সঙ্গেও এ বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন তিনি। আবার গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, অশোক লাহিড়ী হলেন একজন বড় মাপের মানুষ। এতে পশ্চিমবঙ্গের ভালো হতো। কিন্তু ভালো লোককে নেওয়া হয়নি। অর্থনীতির পিএইচডি করা ব্যক্তিকে বাদ দিয়ে একজন উচ্চ মাধ্যমিক পাস করা ব্যক্তিকে পিএসির চেয়ারম্যান করা হয়েছে। এটাই হলো শাসকদল তৃণমূলের রুচি বা কালচার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!