এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়ের এতদিনের কর্মকান্ডের রহস্য ফাঁস! তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

মুকুল রায়ের এতদিনের কর্মকান্ডের রহস্য ফাঁস! তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিককালে গেরুয়া শিবিরের কাছে সবথেকে বড় ধাক্কা মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এবার এমন একটি খবর সামনে এলো, যা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য বেড়েছে। জানা যাচ্ছে, মুকুল রায় কিংবা তার ছেলে শুভ্রাংশু রায় দীর্ঘদিন যাবত তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আর এই খবর গেরুয়া শিবিরে আগেভাগেই জানিয়েছিল আরএসএস। 2020 র মাঝামাঝি থেকেই যথেষ্ট সন্দেহজনক ছিল মুকুল রায়ের ভূমিকা।

প্রার্থী হয়ে যেভাবে তিনি প্রচারে অংশগ্রহণ করেননি, বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মুকুল রায়ের প্রতি প্রশংসা, ভোটের পর বিধানসভা কক্ষে ঢুকে তৃণমূলের নেতাদের সঙ্গে মুকুল রায়ের দেখাসাক্ষাৎ- একের পর এক ঘটনা মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের যোগাযোগের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল।

সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে গিয়ে শুভ্রাংশুর সঙ্গে সাক্ষাৎ করা এবং তার মায়ের খোঁজ নেওয়া পুরো ঘটনাকেই অন্য দিকে মোড় দেয়। সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছিলেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। এবং এই খবর আগেভাগেই বিজেপির হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিল সংঘ পরিবার।

এক্ষেত্রে জানা যাচ্ছে, 2019 এর মুকুল রায়ের ওপর সমস্ত দায়িত্ব ছাড়ার দরুণ লোকসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেয়েছিল বাংলায় বিজেপি। কিন্তু তখন থেকেই মুকুল রায়ের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। আর সেকারণেই 2021 এর নির্বাচনে মুকুল রায়কে সক্রিয়ভাবে কোথাও পাওয়া যায়নি।

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে ভালো ফলাফল হওয়া সত্বেও মুকুল রায়কে বঙ্গ বিজেপিতে কোন শীর্ষস্থান না দেওয়া মুকুল রায়ের মনে ক্রমশ অভিমানের স্তর বাড়িয়ে চলে। আর এরপরেই মুকুল রায়কে সর্বভারতীয় সভাপতির পদ দেওয়া হয়। কিন্তু কিছুসময় যেতেই মুকুল রায় স্পষ্টই বুঝতে পারেন, এটি একটি আলংকারিক পদ তাঁকে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে মুকুল রায় এরপর থেকেই পুরোপুরি নিষ্ক্রিয় হতে শুরু করেন বিজেপিতে। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে একটিমাত্র কেন্দ্রের প্রার্থী করে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। মুকুল রায় নিজেও প্রচারে সেভাবে অংশগ্রহণ করেননি।কিন্তু জনপ্রিয়তার নিরিখে মুকুল রায়ের কাছে মার খেয়ে যায় কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। আপাতত মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে ফিরে এসেছেন তাঁর পুরনো দলে এবং যথারীতি তিনি তাঁর পরিচিত ময়দানে নেমে পড়েছেন।

প্রসঙ্গত রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, গেরুয়া শিবিরের কাছে এখন চূড়ান্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুকুল রায়। কারণ মুকুল তাঁর স্বভাবজাত ভঙ্গীমায় গেরুয়া শিবিরের ভাঙন ধরানোর চেষ্টায়। তাতে তিনি কিছুটা সফলতাও পেয়ে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যা বঙ্গ বিজেপিকে আক্ষরিক অর্থে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। আপাতত বিজেপি এই পরিস্থিতিতে মুকুল রায়ের হাত থেকে কিভাবে দলকে বাঁচায় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!