এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের হঠাৎ ওকূলে চলে যাওয়া উদ্বেগ বাড়িয়ে দিয়েছে একূলে থাকা দলবদলুদের

মুকুল রায়ের হঠাৎ ওকূলে চলে যাওয়া উদ্বেগ বাড়িয়ে দিয়েছে একূলে থাকা দলবদলুদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার সপুত্র মুকুল রায় প্রত্যাবর্তন করেছেন তৃণমূলে। বিজেপিতে থাকাকালীন তাঁর একাধিক অনুগামী ও ঘণিষ্ঠ বিজেপিতে যোগদান করেছিলেন। এবার তাঁর এই আকস্মিক দলবদল উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বিজেপিতে আসা দলবদলুদের। তাঁর ঘনিষ্ঠ হওয়ার কারণে বেশ কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছে দল। আবার, অনেকে আশা নিয়ে বিজেপিতে এসেছিলেন, কিন্তু সেভাবে দলের কাছে গুরুত্ব পাননি। তাঁরা তৃণমূলে ফিরে যাবার মনস্থ করছেন। কিন্তু তৃণমূল তাঁদেরকে নেবে কিনা? সে ব্যাপারে সন্দেহ আছে। আবার মুকুল রায় তৃণমূলে কতটা গুরুত্ব পান? সেটাও দেখার ব্যাপার আছে। পরিস্থিতি বিচার করে তবেই সিদ্ধান্ত নিতে চাইছেন মুকুল অনুগামীরা।

কৃষ্ণনগরের বিজেপি নেতা কেষ্ট পাল, যিনি মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত। একটা সময় তৃণমূলের জেলা পরিষদ সদস্য ছিলেন তিনি। বেশ কয়েক বছর হলো তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে, বিজেপিতে তিনি সেভাবে কোনো গুরুত্বপূর্ণ পদ এখনও পান নি। মুকুল রায় তৃণমূলে ফিরে যাবার পর তিনিও তৃণমূলে যাবার মনস্থির করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মুকুল রায় যেখানে, তিনিও সেখানে যাবেন। তাই তিনি তৃণমূলে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিজেপিতে থাকা সমস্ত মুকুল ঘনিষ্ঠ যে এমনটা করবেন, সেটাও নয়। অনেকে দেখতে চাইছেন তৃণমূলে কতটা মর্যাদা পান মুকুল রায়? তার পরেই দলবদলের সিদ্ধান্ত নেবেন তাঁরা। নির্বাচনের সময় মুকুল রায়ের হয়ে কাজ করেছিলেন বিজেপির এক জেলা নেতা। তিনি জানালেন, আগে তিনি দেখতে চান তৃণমূলে কতটা গুরুত্ব পাচ্ছেন মুকুল রায়? বিজেপিতে তবু তাঁর একটা পদ আছে, তৃণমূলে যদি কোন গুরুত্বই না পান, তখন আমও যাবে, ছালাও যাবে তাঁর।

আবার অনেকেই মুকুল রায়ের ঘনিষ্ঠ হলেও, বিজেপি ছাড়তে ইচ্ছুক নন। যেমন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি সৈকত সরকার মুকুল রায় ঘনিষ্ঠ হলেও বিজেপি ছাড়তে তিনি ইচ্ছুক নন। তিনি জানিয়েছেন, মুকুল রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু বিজেপি ছাড়ার কথা ভাবতেও পারেন না তিনি। আবার, বিধানসভা ভোটের কিছু আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত এর পাঁচজন তৃনমূল সদস্য। যারা এখনো আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করেননি।

আবার, একসময় সিপিএম থেকে বিজেপিতে আসা অরূপ দাস মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। তিনি জানিয়েছেন, মুকুল রায়ের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে। তবে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো স্থির করেন নি তিনি। বস্তুত, মুকুল রায়ের হঠাৎ দলবদল দোলাচলে ফেলে দিয়েছে বিজেপিতে থাকা তাঁর ঘনিষ্ঠদের। অনেক ক্ষেত্রে তাদের সন্দেহের চোখে দেখতে শুরু করেছে দল। কিন্তু তৃণমূলে গেলে তারা কতটা গুরুত্ব পাবেন? তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এজন্য অনেকেই পরিস্থিতির ওপর নজর রাখছেন। পরিস্থিতি বিচার করেই আগামীদিনের সিদ্ধান্ত নিতে চাইছেন অনেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!