এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুকুল রায়ের মনোনয়ন খারিজের দাবি নিয়ে বিশেষ পদক্ষেপ বিধানসভায়, তীব্র সংঘর্ষ দুই যুযুধান শিবিরের

মুকুল রায়ের মনোনয়ন খারিজের দাবি নিয়ে বিশেষ পদক্ষেপ বিধানসভায়, তীব্র সংঘর্ষ দুই যুযুধান শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু এখনো বিধায়ক পদ ধরে রেখেছেন তিনি। এদিকে গত বুধবার পিএসির সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়। এরপর তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। বিধানসভার সচিবের কাছে চিঠি দিয়ে বিধায়ক অম্বিকা রায় জানিয়েছিলেন যে, মুকুল রায়ের মনোনয়ন বাতিল করে দিতে। কিন্তু, তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছেন বিধানসভার সচিব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য ২০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে মুকুল রায়ের নাম রয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়িকে পিএসির চেয়ারম্যান পদে আনার দাবি জানানো হয়েছে। গতকাল এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, এই বিষয়ে যদি ভোটাভুটি হয়, তবে তাঁরাই জিতবেন। তিনি জানিয়েছেন, যে কেউ মনোনয়ন দিতে পারেন, মুকুল রায় হলেন বিজেপি দলের সদস্য। তাঁকে কার্শিয়াং এর বিনয় তামাং সমর্থন করেছেন, তাঁরাও তাঁকে সমর্থন দেবেন। দেখবেন কার কত শক্তি আছে। ভোটাভুটি হলে তাঁরাই জিতবেন।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, কারা? কাকে? সমর্থন করবেন, সেটা তাঁদের ব্যাপার। এতে তাঁদের কোন মাথা ব্যথা নেই। মুকুল রায় মুখ্যমন্ত্রীর সামনেই তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু তারপরও এরকম বিভ্রান্তিকর কথা বলার অর্থ হলো, তাঁর মনের মধ্যে একটা চোর আছে। ইচ্ছাকৃতভাবেই মিথ্যা বলছেন তিনি। পিএসি চেয়ারম্যানের পদ বিরোধীদের দেওয়ার নিয়ম আছে। কিন্তু তাঁরা তা দেবেন না বলেই, এরকম চালাকি করছেন। তাহলে সোজাসুজি বলে দিন যে, তাঁরা এই পদ ছাড়বেন না। তা না বলে এ সমস্ত কথা বলা হচ্ছে। তিনি কটাক্ষ করেছেন, পাগল ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!