এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর, এবার জল্পনা তীব্র উত্তরবঙ্গের এক হেভিওয়েট বিধায়ককে নিয়ে

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর, এবার জল্পনা তীব্র উত্তরবঙ্গের এক হেভিওয়েট বিধায়ককে নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার বিজেপির সঙ্গে প্রায় চার বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন সপুত্র মুকুল রায়। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পরই বিজেপিতে বড়সড় ভাঙ্গনের আশঙ্কা তীব্র হতে শুরু করেছে। মুকুল রায়ের তৃণমূলে ফেরার এক দিনের মধ্যেই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস দলের প্রতি বেসুরো বার্তা দিয়েছেন, তিনি মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এবার জল্পনা বাড়ছে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক সৌমেন রায়কে নিয়ে। বেশ কিছুদিন ধরে দলের একাধিক বৈঠকে অনুপস্থিতি, এরপর গতকাল সন্ধ্যায় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া তৈরি করেছে নানা জল্পনা।

বেশ কিছুদিন ধরে দলের বৈঠকে অনুপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক সৌমেন রায়। নিজের বিধানসভা কেন্দ্রতে দেখা যাচ্ছে না তাঁকে। বিজেপির জেলা নেতৃত্তের কাছে তিনি জানিয়েছেন যে, তিনি তাঁর ফালাকাটার বাড়িতে কিছুদিনের জন্য যাচ্ছেন। অনেকে মনে করছেন, ফালাকাটা নয় তিনি গিয়েছেন কলকাতায়। এর মধ্যে গতকাল সন্ধ্যায় জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। এরপর তাকে নিয়ে দলে আরও বাড়ছে সন্দেহের বাতাবরণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, এবার কি তবে মুকুল রায়ের পথেই হাঁটতে চলেছেন তাঁর এই অনুগামী? এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার জানালেন যে, সৌমেন রায়ের বাবা অথবা মা অসুস্থ রয়েছেন। এ কারণে তিনি ফালাকাটায় গেছেন বলে শুনেছেন। তবে, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে তাঁর বেরিয়ে যাবার কথা তিনি জানেন না। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এরপর, গতকাল সন্ধ্যায় বেশ কয়েকবার বিধায়ককে ফোন করে জানতে চাওয়া হয়েছিল, তবে তিনি নিরুত্তর ছিলেন। মেসেজ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে পরবর্তীতে বিধায়ক জানিয়েছেন যে, তিনি ফালাকাটায় রয়েছেন। তাঁর বাবা অসুস্থ। ১৫ তারিখ তিনি কালিয়াগঞ্জে ফিরবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসা সম্পর্কে তিনি জানালেন যে, এটা তাঁর নিজের অজান্তেই হয়ে গেছে।

তবে, বিধায়ক যাই বলুন না কেন? তাঁকে নিয়ে জল্পনা তীব্র আকার ধারণ করেছে। জানা গেছে মুকুল রায় তৃণমূল ফেরার পর তাঁর একদা ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন। আবার কিছুদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, বিজেপির বেশকিছু বিধায়ক তৃণমূলে ফিরে আসতে চাইছেন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!