এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মুকুল রায়কে বিজেপির সদস্য হিসেবে মানি না” বড় দাবি শুভেন্দু্র!

“মুকুল রায়কে বিজেপির সদস্য হিসেবে মানি না” বড় দাবি শুভেন্দু্র!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির টিকিটে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুকুল রায়। তারপর তাকে পিএসি কমিটির চেয়ারম্যান করা হয়। কিন্তু বিভিন্ন সময় সেই মুকুল রায়ের বিভিন্ন বক্তব্য ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। নিজের পদ বাঁচাতে তিনি মাঝেমধ্যেই দাবি করেন, তিনি বিজেপির সদস্য। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পর নিজেকে তৃণমূলের সদস্য বলে দাবি করেছেন মুকুল রায়। আর এই পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আবার কিছুদিন আগেই বলেছেন, মুকুল রায় খাতায়-কলমে তৃণমূলের সদস্য। স্বভাবতই গোটা বিষয়ে এবার মুকুল রায় সহ যারা বিজেপির টিকিটে ভোটে জেতার পর তৃণমূলে যোগদান করেছেন, তাদের বিজেপির সদস্য হিসেবে মানা যাবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “বিধানসভার 75 জন সদস্য, যারা পদ্মফুলের প্রতীকে নির্বাচিত, এর মধ্যে তৃণমূল কংগ্রেস কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় সহ কয়েকজনকে কখনও পার্থ চট্টোপাধ্যায়, কখনও অন্যান্য নেতারা মিলে যোগদান করিয়েছেন। পতাকা ধরিয়েছেন। অনৈতিকভাবে পিএসির চেয়ারম্যান করা হয়েছে। তাদের আমরা বিজেপির সদস্য হিসেবে গণ্য করি না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপির টিকিটে জিতে যারা তৃণমূলে গিয়েছেন, তাদের ভোট যে বিজেপি নিজেদের সদস্য হিসেবে গণ্য করবে না, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!