এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়কে প্রণাম বিজেপির দুই দাপুটে বিধায়কের, ফের ভাঙ্গনের আশঙ্কা গেরুয়া শিবিরে?

মুকুল রায়কে প্রণাম বিজেপির দুই দাপুটে বিধায়কের, ফের ভাঙ্গনের আশঙ্কা গেরুয়া শিবিরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির সঙ্গে তিন বছরের বেশি সম্পর্ক ত্যাগ করে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। তবে এখনো তিনি বিধায়ক পদ ছেড়ে দেননি। তাঁকে পিএসির চেয়ারম্যান করা হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। বিজেপির বিধায়ক পদ ছেড়ে না দেওয়ার কারণে গতকাল বিধানসভায় বিজেপির সঙ্গে বিরোধী আসনে বসতে দেখা গেল মুকুল রায়কে। আবার, গতকাল মুকুল রায়কে একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিজেপির দুজন বিধায়ক। যারা হলেন মনোজ টিগ্গা ও জুয়েল মুর্মু।

মুকুল রায় তৃণমূলে যোগ দিতেই বিজেপিতে প্রবল ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে ব্যাপক সংখ্যায় অনুগামী রয়েছে মুকুল রায়ের। তাঁরা যেকোনো সময় মুকুলের পিছু ধরতে পারেন, এমন একটা আশঙ্কা রয়েছে গেরুয়া শিবিরে। এদিকে পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও বিজেপিতে ভাঙন ধরাতে সচেষ্ট মুকুল রায়। আর এই পরিস্থিতি গতকাল বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ও জুয়েল মুর্মু একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মুকুল রায়কে। যদিও এ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন যে, এটা নেহাতই সৌজন্যের প্রকাশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ও জুয়েল মুর্মু মুকুল রায়ের একসময়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। বিজেপির দুবারের বিধায়ক হলেন মনোজ টিগ্গা। কিন্তু বিরোধী দলনেতার পদে তাঁকে বসানো হয়নি। তার ফলে তাঁকে নিয়ে জল্পনা আছেই। অন্যদিকে, গতকাল বিজেপির সঙ্গে বিরোধী আসনে দেখা গেল মুকুল রায়কে। এদিকে গতকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময় প্রবল বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। যার ফলে মাত্র চার মিনিট ভাষণ দিয়ে থেমে যান রাজ্যপাল।

গতকাল মুকুল রায়কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, একজন সিনিয়র নেতা হলেন মুকুল রায়। যিনি বিজেপির হয়ে জয় লাভ করে প্রকাশ্যে তৃণমূলে যোগদান করেছেন। আর এখন তিনি নির্লজ্জের মত বিজেপির বেঞ্চে বসে রয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, পিএসির চেয়ারম্যান হবেন বলেই কি, তিনি ত্রিশঙ্কু হয়ে গেলেন? তিনি যদি বিজেপির বিধায়ক হয়ে থাকেন, তাহলে অন্য বিজেপি বিধায়কের সঙ্গে কেন তিনি বিধানসভা ত্যাগ করেন নি? কেন তিনি বসেছিলেন?

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পাল্টা জবাব দিতে দেখা যায়নি মুকুল রায়কে। মুকুল রায় তৃণমূল ফিরে আসতেই তাঁর বিধায়ক পদ খারিজ করতে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। চলতি মাসেই আদালতে এই মামলার শুনানির রয়েছে। কিন্তু এরপরেও তাঁকে বিজেপির সদস্য বলে বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির প্রবল আপত্তি সত্ত্বেও পিএসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!