এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাগরি মার্কেট প্রসঙ্গে শুধু দুঃখপ্রকাশ করেই কাজ সারছেন মুখ্যমন্ত্রী দাবি মুকুলের

বাগরি মার্কেট প্রসঙ্গে শুধু দুঃখপ্রকাশ করেই কাজ সারছেন মুখ্যমন্ত্রী দাবি মুকুলের

প্রথমে মাঝের হাটের ব্রিজ ভেঙ্গে পরে এখন বাগরি মার্কেটে ভয়াবহ আগুন| দুর্ঘটনা যেন পিছন ছাড়ছে না কলকাতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর| এই সব কিছু নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না মমতা বন্দোপাধ্যায়কে| এইবার মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়|

বাগরি মার্কেটের ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করে মুকুল রায় বলেন,এত ঘন্টা ধরে আগুন জ্বলছে। এখনও নেভেনি। কত মানুষের জীবনহানি হতে পারে ? কত সম্পত্তি নষ্ট হতে পারে ? তার কোনও পরিমাপ নেই। মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি বলেন দমকল মন্ত্রী এবং মেয়র নিজের পারিবারিক জীবনে এত ব্যস্ত যে এইদিকে দেখার তাদের সময়ই নেই।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দুঃখপ্রকাশ করে তাঁর কাজ সারছেন। আরও অনেক আগে এদের কমান্ডো ডাকার দরকার ছিল। যে ল্যাডার কিনেছে তা খোলে না। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে অধীরবাবু বলেন যে এই যে বিধ্বংসী আগুন তার সব দায় ও দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। কেন এই আগুন লেগেছে সেই জন্য একটা উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে দাবি জানান তিনি|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!