এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়ের ফোন প্রসঙ্গে মুখ খুললেন শোভনের বান্ধবী বৈশাখী

মুকুল রায়ের ফোন প্রসঙ্গে মুখ খুললেন শোভনের বান্ধবী বৈশাখী


এবার বিজেপি নেতা মুকুল রায়ের বিজেপি প্রার্থী করার প্রস্তাব সংক্রান্ত ফোন প্রসঙ্গে সরব হলেন কোলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানালেন,তিনি যা করবেন তা শোভন চট্টোপাধ্যায়ের ভালোর কথা ভেবেই করবেন। অর্থাৎ মিল্লি অল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের লোকসভা বিজেপি প্রার্থীর হওয়ার নেপথ্যে যে তা বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের স্বার্থ জড়িয়ে রয়েছে তা তিনি নিজেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি খবর চাউর হয়েছে রাজনৈতিকমহলে যে প্রাক্তন মন্ত্রী এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে প্রার্থী করতে চায় বিজেপি। দিনদুয়েক আগে বিজেপি নেতা মুকুল রায় নাকি নিজে ফোন করে বৈশাখী দেবীকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন।

এমনটা কানাঘুষো শোনা যাচ্ছিল। এ ব্যাপারে বৈশাখী দেবীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সরাসরি এড়িয়ে যান। তবে তিনি লোকসভা ভোটে লড়তে চান কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন,’আমি যা করব, শোভন চট্টোপাধ্যায়ের ভালোর জন্যই করব। শোভন চট্টোপাধ্যায়ের ক্ষতি হোক, এমন কোনও কাজ আমি করব না।’

বিজেপির তরফ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব আসার পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্য শুনে ব্যাপক সন্তুষ্ট বিজেপি নেতাদের একাংশ। তাঁদের মতে,বৈশাখী দেবী আসলে ঘুরপথেই বিজেপির প্রস্তাবে রাজি হয়েছেন। তবে তৃণমূলের কিছু সমর্থক আবার এই যুক্তি সেভাবে মানতে চান না। তাঁদের বক্তব্য,বৈশাখী দেবী আসলে বিজেপিকে সবুজ সংকেত দেননি কারণ তিনি ভালোমতোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকাটাই শোভনের জন্যে সবথেকে বেশি ফলপ্রসূ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,নারদ কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যেভাবে দফায় দফায় জেরার সম্মুখীন হতে হয়েছে তৃণমূল সরকারের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে তাতে তাঁর এখন তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিজেপির ছাতার তলায় আসাটাই বেশি লাভজনক। তবে তৃণমূল সূত্র আবার দাবী করছে,আসলে বৈশাখী দেবীকে মাধ্যম করে শোভন চট্টোপাধ্যায়ের কাছেই সরাসরি পৌছাতে চাইছে বিজেেপিও।

আর সেজন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব কমাতে চাইছে তৃণমূল। তার প্রমাণস্বরূপ সামনে এসেছে নয়া তথ্য। সম্প্রতি জোকা বাসস্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বার বার অনুরোধ জানানো হয়েছিল শোভনকে।এমনকি বৈশাখীকে মুকুলের ফোনের পর তাঁর বাড়িতে কয়েকজন তৃণমূল কাউন্সিলর গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই প্রেক্ষিতে বৈশাখী দেবী বিজেপিতে যোগ দিয়ে বাজি পাল্টে দেন কিনা সেটা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!