এখন পড়ছেন
হোম > রাজ্য > বড়োসড়ো স্বস্তি মুকুল রায়ের, প্রায় এক ডজন মামলা থেকে অব্যাহতি

বড়োসড়ো স্বস্তি মুকুল রায়ের, প্রায় এক ডজন মামলা থেকে অব্যাহতি


ঘুষ কাণ্ডের কলঙ্ক থেকে মুক্ত মুকুল রায়। মুখরক্ষা বিজেপির। মুকুল রায়ের বিরুদ্ধে ছিল ১২ টি ঘুষের মামলা। যার সবকটি থেকে তিনি অব্যাহতি পেলেন এবং একই সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচল রাজ্য বিজেপি। বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা ১২ টি মামলার মধ্যে ৯ টি মামলা ছিল বীজপুর থানায়, ২ টি নৈহাটি ও একটি নোয়াপাড়া থানায়।

প্রসঙ্গত, মুকুল রায় রেলমন্ত্রী থাকাকালীন, তাঁর শ্যালক সৃজন রায়ের বিরুদ্ধে কাঁচরাপাড়ায় রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতির থেকে ৩ লাখ করে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এরপর সৃজন রায়কে দিল্লী থেকে গ্রেপ্তার করে পুলিশ ও সেই সাথে জড়িয়ে যায় বিজেপি নেতার নাম। এরপর ওই এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদেন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১১ জুন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে বিচারপতি শিবকান্ত প্রসাদ অভিযোগকারীর আইনজীবী শিলাদিত্য সান্যালকে প্রশ্ন করেছিলেন, “৬ বছর পর কেন ঘটনার অভিযোগ করা হল? যাঁরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা সবাই বেকার ও দুঃস্থ পরিবারের। তাহলে এঁদের টাকার উৎস কী?” এই প্রশ্নের কোন সদুত্তর দিতে না পারায় ন’টি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখে বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছিলেন , মুকুল রায়ের বিরুদ্ধে কোনও আইনগত ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

এই রাজ্যে ঘুষ নিয়ে সরকারী চাকরী পাইতে দেওয়ার অভিযোগ কিছু নতুন নয়। কিন্তু হেভিওয়েট নেতার নাম যেখানে উঠে আসছে সেখানে বিষয়টি আন্য মাত্রা পাই বৈকি। তবে আগামী লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে বিজেপির জন্য বড় অক্সিজেন জুগিয়ে দিল কোর্টের এই রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!