এখন পড়ছেন
হোম > রাজ্য > ফাঁস হওয়া অডিও-টেপ নিয়ে মুখ খুললেন মুকুল রায়, মুখ্যমন্ত্রীর নামে বিস্ফোরক অভিযোগ

ফাঁস হওয়া অডিও-টেপ নিয়ে মুখ খুললেন মুকুল রায়, মুখ্যমন্ত্রীর নামে বিস্ফোরক অভিযোগ

ফাঁস হওয়া অডিও-টেপ নিয়ে মুখ খুললেন মুকুল রায়, মুখ্যমন্ত্রীর নামে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর এককালের প্রাক্তন সৈনিক। একটি ফাঁস হওয়া অডিও-র কথোপকথনে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে রাজ্যের ৪ আইপিএস-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বিরোধীদের অভিযোগ যে রাজ্যে ক্ষমতায় আসার পরে পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডই হোক কিংবা সম্প্রতি ইসলামপুর কাণ্ড, পুলিশের তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকার সময়েই তা নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এই অভিযোগ তখনই জোরদার হয় যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে যায়। তিনি তদন্ত চলাকালীন অভিযোগ তুলেছিলেন যে মাঝেরহাট ব্রিজ মেট্রোর কাজের জন্য ব্রিজের ক্ষতি হয়েছে। আর তাই ভেঙে পড়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যায় ব্রিজ ঠিকমতো রক্ষণাবেক্ষন হয়নি তাই ভেঙে গেছে। বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের দায়ী করেছিলেন। কিন্তু তারা লাইসেন্স কিভাবে পেলেন তা নিয়ে মুখ খোলেননি বলেই অভিযোগ বিরোধীদের। আর তাছাড়া যখন  ইসলামপুরে গুলিতে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটলো তখন বিদেশে থাকাকালীন তিনি বিজেপি ও আরএসএস কে দায়ী করলেন। আর এদিন এই সব ঘটনা তুলেই মুকুল রায় অভিযোগ করলেন যে তদন্তকে প্রভাবিত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যাস।

অন্যদিকে, নিজের ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে মুকুল রায় ফোনে আড়ি পাতার অভিযোগ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি, চিটভান্ড নিয়ে কেন্দ্রের কাছে কী দাবি জানানো যেতে পারে সে সম্পর্কেই নিজের মতামত দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!