এবার মুকুল রায়কে “মাল” বলে সম্মোধন করলেন সংসদ রাজ্য May 7, 2018 এবার মুকুল রায়কে “মাল” বলে সম্মোধন করলেন সংসদ। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে একটি নির্বাচনী জনসভা থেকে মুকুল রায়কে “মাল” বলে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। আগেও অনেক নাম পেয়েছেন মুকুলবাবু। যেমন তাঁর প্রাক্তন দল তাঁকে ‘গাদ্দার’ উপাধি দিয়েছেন। প্রাক্তন সহকর্মী পার্থবাবু ‘চাটনি-দাদু’, ‘ চাটনি-বাবু’ বলেছেন আবার ‘কাঁচরাপাড়ার -কাঁচা-ছেলে,ও বলেছেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার এর এক ভূষণে ভূষিত হলেন তিনি। তা হলো ‘মাল’ এদিন সেলিমবাবু বলেন যে, “তৃণমূলের দাগী নেতারা একবার বিজেপি-র লন্ড্রিতে ঢুকে যাচ্ছে। তারপর পরিষ্কার হয়ে চলে আসছে। মুকুল এখন বলছে, দেখ বিজেপি-র জামাটা কীরকম লাগছে। আগের তৃণমূলের থেকে আলাদা হচ্ছে? আরে মালটা তো পুরোনো, জামাটা আলাদা।” তবে শুধু মুকুল রয়কেই নয় বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি এদিন তিনি। পাশাপাশি তিনি বিজেপি ও তৃণমূলকে এক সূত্রেও বেঁধে দিয়ে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তেলে ভাজা বিক্রির কথা, আর নরেন্দ্র মোদি বলেছেন পকোড়া বিক্রি করো। তাহলে বিজেপি ও তৃণমূলের ঝান্ডা, চেহারা আলাদা হলেও দুজনই একই পাঠশালায় পড়েছে। একই সিলেবাস পড়েছে। প্রশ্ন সব কমন আছে আর উত্তরও সব এক।” আপনার মতামত জানান -