এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরনির্বাচনে নিয়ে বড়সড় দাবি মুকুলের, জেনে নিন

পুরনির্বাচনে নিয়ে বড়সড় দাবি মুকুলের, জেনে নিন

 

লোকসভায় বিজেপি 18 টি আসন পেয়েছে। আর বিজেপির এই ব্যাপক সাফল্যের পর তাদের নেক্সট টার্গেট যে আগামী বিধানসভা নির্বাচন তা বারেবারে প্রকাশ পেয়েছে মুকুল রায়, দিলীপ ঘোষদের গলায়। তবে বিধানসভার আগে বিজেপিকে পরিস্থিতি বুঝে নিতে পৌরসভায় ভালো ফল করতেই হবে। কিন্তু কবে এই নির্বাচন হবে! তা জানেন না কেউই। তবে লোকসভার আগে যেভাবে বিজেপি সাফল্য পাবে বলে দাবি করেছিলেন মুকুল রায়, তা কিন্তু মিলে গিয়েছিল। আর এবার পৌরসভা নির্বাচনের আগে বিজেপির ভবিষ্যতবাণী করে দিলেন বঙ্গ বিজেপির চানক্য মুকুল রায়।

কিন্তু এই প্রসঙ্গে কি বলছেন তিনি! পৌরসভা নির্বাচনে সাফল্য পাওয়া নিয়ে তিনি বলেন, “মানুষ যদি ভোট দিতে পারে বাংলার ভোটে কোনো আশা নেই তৃণমূলের। বিজেপি এবার সব পুরসভায় কতৃত্ব করবে। তাই মানুষকে অবাধ ভোটদানের ব্যাবস্থা করে দিতে হবে। এটাই আমাদের লড়াই। লড়াইয়ে আমরা তৈরী। মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ এবারে লড়াই করে ভোট দেবে।” অন্যদিকে পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়েও এদিন নিজের মত পোষণ করেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “পৌরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা, তা রাজ্য সরকার ঠিক করবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না কেন্দ্রীয় বাহিনী আসুক। তার কারণ ওনার নিজের বাহিনী রয়েছে। সেই বাহিনী তাহলে অকেজো হয়ে যাবে। তবে যতই মমতার বাহিনী থাকুক, তা ভোতা করে মানুষ এবার ভোট ঢেলে দেবে।” অন্যদিকে তৃণমূল হারবে বলে এতদিনও নির্বাচন করাচ্ছে না বলে দাবি করেন মুকুল রায়। কিন্তু কিছুদিন আগে যেভাবে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় হয়েছে এবং বিজেপির পরাজয় হয়েছে, তাতে পৌরসভা নির্বাচনে বিজেপি কি জয় আনতে পারবে!

এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, “উপ-নির্বাচনের ফলকে ধর্তব্যের মধ্যে আনছি না। পঞ্চায়েতের সন্ত্রাসের পরিবেশেও আমরা যে ফল করেছি, তারপর লোকসভা ভোটে বিজেপি দেখিয়ে দিয়েছে, তারা বাংলাতে অসার জমাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার চালাতে পারবেন না। তাই রাস্তায় নেমে পড়েছেন।” আর পৌরসভা ভোটে বিজেপির ভালো ফল করা নিয়ে মুকুলবাবুর এহেন আত্মপ্রত্যয়ী মনোভাবই এখন রাজনৈতিক মহলে তৈরি করেছে চাঞ্চল্য। অনেকে বলছেন, মুকুলবাবু এর আগে যে যে বিশ্লেষণ করেছেন, তা বাস্তব রূপ নিয়েছে। তাই পৌরসভা ভোটে মুকুলবাবুর এই দাবি বাস্তবায়ন হবে বলেই জানাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “মুকুলবাবু ভুলে গিয়েছেন, দিল্লিতে গিয়ে আঙ্গুল তুলে অমিত শাহকে তিনে তিন দেখিয়েছিলেন। কিন্তু সেই তিনের হাল কি হয়েছে, তা কি খতিয়ে দিয়েছেন মুকুল রায়! তিনটি কেন্দ্রে বিজেপিকে হার মানতে হয়েছে। পৌরসভা ভোটের ফল প্রকাশের পরই উনি আরও ভালোভাবে তা দেখতে পাবেন।” তবে মুকুলবাবু পৌরসভা নির্বাচন নিয়ে আত্মপ্রত্যয়ী মনোভাব প্রকাশ করলেও, এখন তার এই দাবি বাস্তবের সঙ্গে কতটা মিল খায়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!