এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়কে এবার ‘পাঁঠার’ সঙ্গে তুলনা করে তাঁর ‘বলি হওয়ার’ জল্পনা বাড়ালেন শিক্ষামন্ত্রী

মুকুল রায়কে এবার ‘পাঁঠার’ সঙ্গে তুলনা করে তাঁর ‘বলি হওয়ার’ জল্পনা বাড়ালেন শিক্ষামন্ত্রী


গত শুক্রবার মেয়ো রোডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কে উদ্দেশ্য করে বিজেপি নেতা মুকুল রায় বললেন, “বুকের পাটা থাকলে পার্থ চ্যাটার্জি পুলিশ সরিয়ে নিন। সমস্ত বিরোধী দলকে মনোনয়ন দিতে দিন। তাহলেই দেখবেন এই নির্বাচনে কী হাল হয় আপনাদের।” এই কথার সূত্র ধরেই এদিন পার্থ বাবু বিজেপি নেতা একদা রাজনৈতিক ঘনিষ্ঠ মুকুল রায়ের নামোল্লেখ না করে শ্লেষের সুরে বললেন,”আমার বুকের পাটা আছে, কিন্তু কেউ যদি পাঁঠা হয় আমাদের কি কিছু করার আছে। আর পাঁঠারা চিরকাল বলিই হয়।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু মুকুল রায়ই নয় এদিন বিজেপি সভাপতি অমিত শাহকে ও বিদ্রুপ করলেন পার্থ বাবু। পার্থ বাবু বিজেপি দলের প্রসঙ্গে বললেন,”আমরা ভাবছি দেশের স্বর্ণযুগ আনার কথা। আর ওনারা ভাবছেন দলের স্বর্ণযুগ আনার কথা। এই ফারাকটুকু ওরা বুঝতে পারছে না। ওরা বুঝতে পারছে না, দলের স্বর্ণযুগ নয়, সর্বনাশ দুয়ারে কড়া নাড়ছে। সেটা হবে ২০১৯-এই।” উল্লেখ্য রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে সবগুলি রাজনৈতিক দলের মধ্যে পরস্পর বিরোধীতার মনোভাব চরমে। কেউ কাউকে কোনো মতেই এক ইঞ্চি জমি ছাড়ার পক্ষপাতী নয়। মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে বিরোধী শিবিরে উত্তেজনা ছড়ানোর প্রসঙ্গে পার্থ বাবু এদিন বললেন,” বিজেপি একদিকে মনোনয়ন করে আসছে, আর তারপরই নির্বাচন কমিশনে এসে মিথ্যা অভিযোগ করছে- তৃণমূল মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!