এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচনী বিধিভঙ্গের দায়ে থানায় অভিযোগ দায়ের মুকুল রায়ের বিরুদ্ধে

নির্বাচনী বিধিভঙ্গের দায়ে থানায় অভিযোগ দায়ের মুকুল রায়ের বিরুদ্ধে

নির্বাচনী বিধিভঙ্গের দায়ে থানায় অভিযোগ দায়ের করা হলো বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। জলপাইগুড়ি সদর ব্লকের ঘুঘুডাঙা দাসপাড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন মুকুল রায়।   সেখান থেকে তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন যে, “যদি জেলা পরিষদ জেতাতে পারেন তাহলে খেলা-মেলার সরকার গড়ব না। এই জেলা পরিষদের যত যুবক-যুবতি আছে তাদের প্রত্যেককে একটা করে স্মার্টফোন দেওয়া হবে। আমাদের সরকার চাইছে ক্যাশলেস ট্রানজাকশন। আর তা করতে স্মার্টফোন দরকার। তাই প্রত্যেক যুবক-যুবতিকে স্মার্টফোন উপহার দেওয়া হবে।” এই আশ্বাসকেই হাতিয়ার করে মুকুল বধে নেমে পড়েছে শাসকদল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন নির্বাচনী বিধিভঙ্গ অর্থাৎ ভোটারদের প্রাতচিত করার অভিযোগে আজ জলপাইগুড়ি থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়। মুকুল রায়ের বিরুদ্ধে ঘুষ দিতে চেয়ে ভোটারদের প্ররোচিত করার অভিযোগে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানান অভিযোগ পেয়েছি ,গোটা বিষয়টি খাটিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত এই নিয়ে মুকুলবাবু বা বিজেপির তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!