এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিল্লিতে দুপুর ১২ টায় সাংবাদিক বৈঠক ডাকলেন বিজেপি নেতা মুকুল রায় – নতুন ‘চমকের’ আশায় বঙ্গ-রাজনীতি

দিল্লিতে দুপুর ১২ টায় সাংবাদিক বৈঠক ডাকলেন বিজেপি নেতা মুকুল রায় – নতুন ‘চমকের’ আশায় বঙ্গ-রাজনীতি


গতকাল সন্ধ্যে পর্যন্ত খবর ছিল বিশেষ কাজে ত্রিপুরা গেছেন বিজেপি নেতা মুকুল রায় – কিন্তু গতকাল গভীর রাতের দিকে জানা যায় ত্রিপুরা নয়, মুকুলবাবু গেছেন দিল্লি। আর আজ সাত সকালেই তাঁর আপ্ত সহায়কের মেসেজ – দুপুর ১২ টায় দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেছেন মুকুল রায়। বর্তমানে মুকুলবাবুর দিল্লিতে সাংবাদিক বৈঠক মানেই চমক। হয় তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে কাউকে বিজেপিতে যোগদান করাচ্ছেন অথবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কারোর গেরুয়া যোগ ঘটাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার উপরে আছে – বঙ্গের বিজেপির প্রার্থী তালিকা। বাংলায় বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে মুকুল রায় প্রতিটি কেন্দ্রের প্রার্থীর ক্ষেত্রে কি ভূমিকা নেন – উৎসাহ তা নিয়েও। তবে আজকের সাংবাদিক বৈঠক ঠিক কি নিয়ে – তা নিয়ে জল্পনা চরমে উঠেছে। সবথেকে বড় জল্পনা রাজ্যের শাসকদলের এক বহিস্কৃত সাংসদের বিজেপিতে যোগদান ঘিরে। এই বিষয়ে সঠিক কিছু জানা না যাওয়ায়, কিছুদিন আগেই গেরুয়া শিবিরে নাম লেখানো বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়ে দেন সংশ্লিষ্ট ওই সাংসদ যোগদান করছেন না।

এদিকে এই প্রসঙ্গে কলকাতায় থাকা তাঁর অনুগামীদের সঙ্গে যোগাযোগ করা হলে – তাঁরাও এই ব্যাপারে সেইভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন। শুধু এক ঘনিষ্ঠ অনুগামীর বক্তব্য, দিল্লিতে কোনো যোগদান হলে তা হয় দুপুর ২ টোয়, তাই ১২ টার সময় যে সাংবাদিক বৈঠক তা যোগদান সংশ্লিষ্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে, আর তো মাত্র কিছুক্ষন – দেখুন না কি হয়! ফলে, আপাতত বঙ্গ-রাজনীতি তাকিয়ে দিল্লি থেকে মুকুলবাবু কি চমক দেন সেদিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!