এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সত্যিই কি বিজেপি ছেড়ে তৃনমূলে যাচ্ছেন? এবার সরাসরি মুখ খুললেন মুকুল রায়!

সত্যিই কি বিজেপি ছেড়ে তৃনমূলে যাচ্ছেন? এবার সরাসরি মুখ খুললেন মুকুল রায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকদিন হয়ে গেল, তৃনমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরেও সেভাবে কোনো পদ পাননি মুকুল রায়। লোকসভায় দলকে সাফল্য পাইয়ে দেওয়ার পাশাপাশি শাসকদলের একাধিক হেভিওয়েট নেতাদের পদ্ম শিবিরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু তারপরেও তাকে সেভাবে কোনো দায়িত্ব দেয়নি বিজেপি। যার ফলে সাম্প্রতিক কালে তিনি বিজেপির ওপর অনেকটাই ক্ষুব্ধ এবং বিজেপি ছাড়তে চলেছেন বলে দাবি করেছিল একাংশ। আর এই বিষয় নিয়ে রীতিমতো সোরগোল তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু এবার দিল্লি থেকে ফিরে বীরভূম সফরে গিয়ে সেই জল্পনা একেবারেই উড়িয়ে দিলেন বঙ্গ বিজেপির চানক্য মুকুল রায়।

সূত্রের খবর, সোমবার বীরভূমের সিউড়িতে গিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন এই হেভিওয়েট বিজেপি নেতা। আর সেখানেই তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি একটা জায়গায় আছি। কিছু লোক অপপ্রচার করে দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।” অর্থাৎ, তাকে নিয়ে বিজেপি ছাড়ার যে জল্পনা নানা মহলে তৈরি হয়েছিল, তা যে একেবারেই ভিত্তিহীন, তার কথা তুলে ধরে সমালোচকদের বক্তব্যকে সম্পূর্ণরূপে খারিজ করে দিলেন মুকুল রায়। ত

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বে রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে বলে বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, বিপরীত মেরুতে ঘুরে রাজ্যের করনা পরিস্থিতি নিয়ে অন্য কথা বলেন মুকুল রায়।তিনি বলেন, “আমাদের রাজ্যে মৃত্যুর হার যাই হোক, এখন যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে মৃত্যুর হার কমছে এবং সুস্থ হওয়ার হার বাড়ছে। এই রাজ্যে 40 শতাংশ রোগী সুস্থ হচ্ছেন।” অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, এদিন মুকুলবাবু বিজেপি নেতা হয়ে সেই কথা বলে জল্পনা আরও বাড়িয়ে দিলেন বলে মনে করছে একাংশ।

কেননা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা রাজ্য সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ বলে দাবি করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে আক্রান্তরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলে দাবি করে মুকুল রায় কি রাজ্যের শাসক দলের পক্ষ নিলেন! এখন এই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

এদিকে তার মন্ত্রিত্ব পাওয়া নিয়ে যে খবর রটেছিল, এদিন সেই প্রসঙ্গেও জবাব দেন মুকুল রায়। তিনি বলেন, “ওটা বাজে খবর, ফালতু খবর। তোমাদের কাছে খবর আছে, আমার কাছে খবর নেই। বিজেপিতে এইভাবে হয় না। আর নয় মাস বাদে বিধানসভা নির্বাচন। তাই অন্য সবকিছু সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি তো করতেই হবে।” সব মিলিয়ে তার বিজেপি ত্যাগ করা নিয়ে নানা মহলে তরফে যে সমালোচনা এবং জল্পনা তৈরি হয়েছিল, তা এক লহমায় ভিত্তিহীন বলে দাবি করে উড়িয়ে দিলেন মুকুল রায়। তিনি বুঝিয়ে দিলেন, তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!