এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুলের ভাগ্যাকাশে কি রাজনৈতিক ঝড়? হঠাৎ করেই মোদী-শাহ ভ্যানিশ হতেই জল্পনা উঠল চরমে?

মুকুলের ভাগ্যাকাশে কি রাজনৈতিক ঝড়? হঠাৎ করেই মোদী-শাহ ভ্যানিশ হতেই জল্পনা উঠল চরমে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ধীরে ধীরে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপি নেতা মুকুল রায়ের? সাম্প্রতিককালে দিল্লি গিয়েও তার বৈঠকে যোগ না দেওয়া, কলকাতায় ফিরে আসা, এমনকি তার দিল্লির বাসভবনের সামনে থেকে বিজেপির পোস্টার উধাও হয়ে যাওয়া রীতিমত জল্পনা তৈরি করছে রাজনৈতিক মহলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বাংলায় বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি করেছেন মুকুল রায়। তৃণমূলের হেভিওয়েট নেতা, বিধায়কদের গেরুয়া শিবিরে যোগদান করানো থেকে শুরু করে বিজেপিকে বাংলায় 18 টি আসন পাইয়ে দেওয়া। এই সমস্ত বিষয়ে তাকে যদি কৃতিত্ব দেওয়া না হয়, তাহলে ভুল হবে বলেই দাবি করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

স্বাভাবিকভাবেই যে মানুষটি এত কিছু দলকে এগিয়ে গিয়েছেন, তার যে দলের কাছ থেকে কিছুটা হলেও প্রাপ্য রয়েছে, সেই ব্যাপারে আশা ছিল মুকুলবাবুর অনুগামীদের। কিন্তু বারেবারে দিল্লিতে গিয়ে ঘুরে আসলেও, সেভাবে তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়নি। এখনও পর্যন্ত তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী করা হতে পারে বা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। তবে সেটা কখনই বাস্তব হয়নি। তাই এই পরিস্থিতিতে সম্প্রতি বাংলাকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাতদিনব্যাপী বৈঠকে মুকুল রায় আগেভাগেই দিল্লি যাওয়াতে কার্যত জল্পনা তৈরি হয়েছিল যে, তাহলে হয়ত তিনি গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। কিন্তু দিল্লি থেকে বৈঠক শেষ হওয়ার বেশ কিছুদিন আগেই চোখের সমস্যার কারণে কলকাতা ফিরে এসেছেন মুকুল রায়।

স্বাভাবিক ভাবেই তাকে নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। আর এমতাবস্তায় দিল্লিতে তার বাসভবনের সামনে থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির পোস্টার কার্যত উধাও হয়ে যাওয়ায় মুকুলবাবুর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হচ্ছে বলেই দাবি করলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই প্রসঙ্গে মুকুলবাবুর অনুগামীদের দাবি, ঝড়ের কারণে তার বাড়ির সামনে থেকে এই পোস্টার উড়ে গিয়েছে। তবে অনেকে রসিকতা করে বলছেন, দিল্লিতে সেভাবে কোনো ঝড় হয়নি।

ঝড় হয়েছে মুকুল রায় রাজনৈতিক ভাগ্যের আকাশে। ক্রমাগত দলকে সবকিছু দিয়ে গেলেও, সম্প্রতি দিল্লিতে গিয়ে বৈঠকে তার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। যার কারণেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে মুকুলবাবুর। তাই চোখের সমস্যার কারণ দেখিয়ে বৈঠকে না থেকে কলকাতায় ফিরে এসেছেন তিনি। শুধু তাই নয়, দলকে বার্তা দিতেই তার বাড়ির সামনে থেকে কোনো এক অদৃশ্য ঝড়ে হয়ত বা বিজেপির এই পোস্টার সরে গিয়েছে বলে দাবি করছেন একাংশ। যদিও বা এই ব্যাপারে কোনো নেতিবাচক বক্তব্য পেশ করতে দেখা যায়নি মুকুল রায় বা দিলীপ ঘোষকে। কেন মুকুল রায় বৈঠকে থাকলেন না?

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মুকুলদা আমাদের জানিয়েই কলকাতায় গিয়েছেন। করোনা পরিবেশে তিনি সতর্ক থাকতে চাইছেন বয়সের কারণে। তবে দলের প্রস্তুতি বৈঠকে তিনি ছিলেন। তার আগে ভিডিও বৈঠকেও তাকে পাওয়া গিয়েছে। আমাদের দলে গুরুত্বটাই আসল, কোনো ব্যক্তির নয়। দল যাকে যেভাবে ব্যবহার করার প্রয়োজন মনে করে, তাকে সেই ভাবে কাজে লাগায়।” এদিকে তার হঠাৎ করে বৈঠক ছেড়ে কলকাতায় ফিরে আসার পেছনে সমস্ত রকম জল্পনা উড়িয়ে দিয়েছেন মুকুল রায়। তিনি বলেন, “কোনো জল্পনার সুযোগ নেই। আমি চোখের চিকিৎসার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি।”

তবে দিলীপবাবু বা মুকুলবাবু যে যেই কথাই বলুন না কেন, অসুস্থতার কারণে হয়ত বা মুকুল রায় কলকাতায় ফিরে এলেন। কিন্তু তার দিল্লির বাসভবনের সামনে থেকে কেন হঠাৎ করে অমিত শাহ বা নরেন্দ্র মোদির ছবি সহ বিজেপির পোস্টার উধাও হয়ে গেল? যেখানে গোটা দিল্লির কোথাও ঝড় হল না, সেখানে শুধুমাত্র মুকুল রায়ের বাসভবনের সামনে ঝড় হল আর সেই ঝড়ে উড়ে গেল বিজেপির পোস্টার? এটা অতি সহজে মানতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তাই সকলেই বলছেন, আসলে কৌশলগতভাবে হয়ত মুকুল রায়ের বাসভবনের সামনে এই ঝড়টা হয়েছে। আর সেই ঝড়ে উড়ে গিয়েছে বিজেপির ধ্বজা। তবে বিচক্ষণ রাজনীতিবিদ মুকুল রায়ের নামের পাশ থেকে এবার “বিজেপি” নামক শব্দটা উবে যায়, নাকি সেটাকে নিয়েই আগামীতে পথ চলেন মুকুলবাবু! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!