এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলের ভয়ে কাঁপছে কে? কেই বা করছে ষড়যন্ত্র? “চাণক্যের” কথাতে তীব্র জল্পনা বঙ্গ রাজনীতিতে!

মুকুলের ভয়ে কাঁপছে কে? কেই বা করছে ষড়যন্ত্র? “চাণক্যের” কথাতে তীব্র জল্পনা বঙ্গ রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -প্রায় তিন বছরের বেশি সময় হয়ে গেল, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর দলকে নানাভাবে সাফল্য পাইয়ে দিলেও এখনও পর্যন্ত তেমনভাবে কোনো পদ পাননি মুকুল রায়। যার ফলে তাঁর অনুগামীদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হতে শুরু করেছে। তবে সম্প্রতি বাংলাকে নিয়ে দিল্লির বৈঠকে মুকুল রায়ের একদিন আগে যাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়ায়।

অনেকেই ভেবেছিলেন, এবার হয়ত দিল্লি থেকে গুরুত্বপূর্ণ পদ নিয়ে বাংলায় ফিরবেন মুকুলবাবু। কিন্তু তেমনটা তো হয়ইনি, উল্টো সেই বৈঠকে দিলীপ ঘোষের সঙ্গে তার বাদানুবাদের কারণে তিনি কলকাতায় ফিরে এসেছেন বলে দাবি করছেন সমালোচক মহলের একাংশ। এমনকি নানা মহলে গুঞ্জন রটতে শুরু করেছিল যে, চোখের সমস্যার কারণে মুকুলবাবু কলকাতা এসেছেন বলে জানালেও, আদতে বিজেপির সাথে তার দূরত্ব তৈরি হচ্ছে এবং তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারেন। তাই তার এই পদক্ষেপ।

স্বাভাবিকভাবেই কিছু মহলের তরফে যখন মুকুল রায় সম্পর্কে এই ধরনের কথা শুনতে পাওয়া যায়, তখন রবিবার সাংবাদিক বৈঠক করে এই সমস্ত জল্পনা উড়িয়ে দেন মুকুল রায়। যেখানে কেউ বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। এদিন মুকুল রায় বলেন, “আমি বিজেপিতে 100% সন্তুষ্ট। বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব। আমি বলছি, এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। যিনি কথাগুলো বলছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।” বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মুকুল রায়ের এই মন্তব্য নিয়ে এবার নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হঠাৎ তার এই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে ঠিক কাদের দিকে সন্দেহের ইঙ্গিত দিলেন বিজেপি চাণক্য? অনেকে বলছেন, যেহেতু তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারটি নিয়ে বেশি গুঞ্জন ছড়ানো হয়েছিল, সেহেতু তৃণমূলের দিকেই হয়ত অভিযোগের আঙুল তোলার চেষ্টা করলেন এই বিজেপি নেতা।

এদিকে, দিলীপ ঘোষের সঙ্গে মতানৈক্যের কারণে দিল্লির বৈঠক ছেড়ে বাংলায় পা রেখেছেন মুকুলবাবু। যদিও বা চোখের সমস্যার কারণে তিনি কলকাতায় এসেছেন বলে জানিয়েছেন। তবে বিজেপির ভেতরের কেউ মুকুল রায়কে নিয়ে এই ধরনের গুঞ্জন রটিয়েছিল কিনা, তার ব্যাপারেও জল্পনা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।আর তাই এই ব্যাপারে কে প্রচার করেছে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে রীতিমতো মাস্টারস্ট্রোক দিলেন মুকুল রায়। এখন বিজেপির ভেতরের কেউ মুকুল রায়কে নিয়ে অস্বস্তিতে পড়ে এই ধরনের প্রচার করেছেন, নাকি তৃণমূলের পক্ষ থেকে এই প্রচার করা হয়েছে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!