এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায় কি ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন বিজেপিতে? জল্পনা চরমে

মুকুল রায় কি ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন বিজেপিতে? জল্পনা চরমে


মাত্র কদিন আগেই আঞ্চলিক দলের শীর্ষ সারির নেতার পদ থেকে পদত্যাগ করে বিজেপি তে যোগদান করেছিলেন । মহা সমাদরে গেরুয়া শিবির তাঁকে বরণ করে নিয়েছিলো । না সূত্র মারফত এখন জানা বিজেপি শিবিরের অন্দরে ও খুব একটা ভালো জায়গা তে নেই মুকুল রায়। গত বুধবার , বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভার প্রার্থী হিসেবে আট জনের নামের তালিকা প্রকাশ করে । সেখানে কোথাও মুকুল বাবুর নামের কোনো উল্লেখ পাওয়া যায় নি। এরপর রবিবার দ্বিতীয় দফায়
আরও ১৮ জনের নাম প্রকাশিত হয়েছে। সেখানেও মুকুল বাবু উপেক্ষিত । উল্লেখ্য এখনও অবধি যে ২৪ জন বিজেপি প্রার্থীর নাম রাজ্যসভার উচ্চকক্ষের সদস্য পদের জন্যে ঘোষিত হয়েছে তাঁরা হলেন – উত্তরপ্রদেশ থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলি, অশোক বাজপায়ী, বিজয় পাল সিং তোমার, সাকাল দীপ রাজভর, শ্রীমতী কান্তা কারদাম, ডাঃ অনিল জৈন, জিভিএল নরসিমা রাও, হরনাথ সিং যাদব। মধ্যপ্রদেশ থেকে থাওয়ার চাঁদ গেহলট, অজয় প্রতাপ সিং, কৈলাশ সোনি। গুজরাত থেকে মনসুখা মন্ডভিয়া এবং পুরুষত্তম রুপালা। হিমাচলপ্রদেশ থেকে জগত প্রসাদ নাড্ডা। বিহার থেকে রবিপ্রসাদ। রাজস্থান থেকে ভুপেন্দার যাদব, কিরোরি লাল মীনা, মদন লাল সৈনি। মহারাষ্ট্র থেকে নারায়ণ রানে এবং ভি মুরলিধরন। হরিয়ানা থেকে লেফটেন্যান্ট জেনারেল ডিপি ভাটস। ছত্তিশগড় থেকে সরোজ পাণ্ডে। উত্তরাখণ্ড থেকে অনিল বালুনি। কর্ণাটক থেকে রাজীব চন্দ্রশেখর। ঝাড়খণ্ড থেকে সমীর উর্নাভ। এর প্রার্থী তালিকা ঘোষণার ফলে মুকুল বাবু কে নিয়ে তাঁর অনুরাগী ভক্তজনের সব আশায় জল পরে গেল। মুকুল বাবুর অনুরাগী মানুষ জন তাঁকে রাজ্যসভার উচ্চকক্ষের সদস্য রূপে দেখতে চেয়েছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!