এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মুকুল রায়

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মুকুল রায়


মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বাইরে ওঁরা তো যেতে পারবেন না। তাই শাসক তান্ডব চালালেও পুলিশ নির্বাক দর্শক। অভিযোগ আনলেন মুকুল রায়, মঙ্গলবার সিউড়ির জেলা পার্টি অফিসে বসে তিনি‌ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বীরভূমের লাভপুরে বিজেপিকে সভা করার‌ অনুমতি দেয়নি জেলা প্রশাসন।‌লাভপুরে বিজেপির সভা না করতে দেওয়ার জন্য মাঠে লাঙল করে দেওয়া হয় বলে দাবি। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে মুকুল রায় বলেন, ” কী হবে পুলিশ সুপারের কাছে গিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বাইরে ওঁরা তো যেতে পারবেন না। তাই শাসক তান্ডব চালালেও পুলিশ নির্বাক দর্শক। এর প্রতিবাদে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করেই এই সরকারকে উৎখাত করতে হবে। তা না হলে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।” মুকুল বাবু বলেন, ” মানুষ তৃণমূলের পাশে নেই। সেটা বুঝতে পেরেই ওরা সিপিএমের কায়দায় সন্ত্রাসের পথে নেমেছে। ” উলুবেড়িয়া ও ‌নোয়াপাড়া উপনির্বাচন নিয়ে মুকুল‌বাবু বলেন, ” ভোটের নামে সোমবার রাজ্যের মানুষ প্রহসনের সাক্ষী থাকলেন। গণতন্ত্রকে ধর্ষন করল তৃণমূল।”  বিজেপি সুত্রে খবর সোমবার বিকেলেই মুকুল রায় সাঁইথিয়া পৌঁছেযান পরদিন লাভপুরে পৌঁছে সতী পীঠ ফুল্লোরায় পূজোদেন। এরপর তিনি জনসভার জন্য রওনা হয়েও শাসকদলের তান্ডনে তাঁর পরিকল্পনা ব্যর্থ হয়। এরপরই‌ তিনি সিউড়ি জেলা পার্টি অফিসে চলে যান ।যদিও সমগ্র ঘটনায় পুলিশ প্রশাসন ও শাসকদল কোনও প্রতিক্রিয়া দেখায়নি। ‌এদিন‌ আহত কর্মীদের দেখতে দলের রাজ্য নেতা সায়ন্তন বসু লাভপুর যান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!