এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পার্থ চ্যাটার্জীর পরে তৃণমূলের আরেক দাপুটে মন্ত্রীকে ‘বাচ্চা ছেলে’ আখ্যা মুকুল রায়ের

পার্থ চ্যাটার্জীর পরে তৃণমূলের আরেক দাপুটে মন্ত্রীকে ‘বাচ্চা ছেলে’ আখ্যা মুকুল রায়ের

মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর, তাঁকে অল আউট আক্রমনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ‘গদ্দার’, ‘বুড়ো ভাম’ থেকে ‘কাঁচরাপাড়ার কাঁচা ছেলে’ ইত্যাদি চোখা চোখা বিশেষনে পার্থবাবু ভরিয়ে দিয়েছিলেন মুকুল বাবুকে। আর জবাবে মুকুল রায় শুধু জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় রাজনীতিতে ‘বাচ্চা ছেলে’, তাঁর কথার জবাব কি দেবেন?
এরপর মুকুল বাবু তৃণমূল কংগ্রেসের আরেক দাপুটে মন্ত্রী ও উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে গতকাল ওই একই ‘বাচ্চা ছেলে’ আখ্যা দেন। প্রসঙ্গত জ্যোতিপ্রিয়বাবু বলেন, মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায় মিলে গট আপ খেলছেন, কিন্তু সেই লুকোচুরি এবার ধরা পরে গেছে। এই প্রসঙ্গে বলতে গিয়েই মুকুলবাবু বলেন, এ সব বাচ্চা ছেলে। এরা অত্যন্ত নাবালক, বাচ্চা ছেলে। ওরা নাদান। সুতরাং এদের বিরুদ্ধে বলব না। বলব যখন, তখন এমন জায়গায় বলব, যে তারাই জবাব দেবে। একইসঙ্গে উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভায় শুভ্রাংশুর অনুপস্থিতি নিয়ে মুকুল বাবু বলেন, সেটা কি আমার ব্যাপার নাকি, এটা শুভ্রাংশুর ব্যাপার। বাবা হিসেবে বলতে পারি, সে অসুস্থ। তার চিকিত্‍সা চলছে। চিকিত্‍সার জন্য সে গিয়েছে এক জায়গায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!