বিশ্ববাংলা নিয়ে পরবর্তী আইনি প্যাঁচের ঘোষণা মুকুল শিবিরের বিশেষ খবর রাজ্য November 21, 2017 বিশ্ববাংলা ও জাগোবাংলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুকুল রায়ের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার দায়রা আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মানহানির মামলা দায়ের করা হয়। অভিষেক বাবুর আইনজীবী সঞ্জয় বসু আজ দাবী করেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার দায়রা আদালতের (সিনিয়র ডিভিশন) বিচারক নির্দেশ দিয়েছেন আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত মুকুল রায় বিশ্ববাংলা ও জাগোবাংলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও মন্তব্য করতে পারবেন না। এই ব্যাপারে মুকুল রায়ের আইনজীবী সোম মণ্ডল বলেন, আমরা এই মামলা তো লড়বই, আমরা কলকাতা হাইকোর্টেও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারি। কলকাতার বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ভাবে আলিপুরদুয়ার আদালতে মামলা করলেন তা আমরা দেখছি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, আইনত যে কোনও আদালতে এই নথি দেখিয়ে মামলা করা যায়। আমাদের আবেদন শুনে ১৯০৮ সালের কোড অফ সিভিল প্রসেডিওরের অর্ডার ৩৯ রুল ১ ও ২ এবং ১৫১ ধারা অনুযায়ী বিচারক এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। আপনার মতামত জানান -