এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলীরাই মুখ্যমন্ত্রীর ইচ্ছার অমর্যাদা করছেন! বড়সড় অভিযোগ নিয়ে বিস্ফোরক মুকুল রায়

তৃণমূলীরাই মুখ্যমন্ত্রীর ইচ্ছার অমর্যাদা করছেন! বড়সড় অভিযোগ নিয়ে বিস্ফোরক মুকুল রায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন রাজ্য সরকার পরিত্রাহি চেষ্টা চালাচ্ছে, ঠিক সেইসময় রাজ্যে হানা দেয় ঘূর্ণিঝড় আমফান। খুব স্বাভাবিক ভাবেই দ্বিমুখী এই প্রাকৃতিক আক্রমণের ফলে রাজ্য সরকার যথেষ্ট বেকায়দা পরিস্থিতিতে পড়ে। অন্যদিকে, রাজ্যের সাধারণ মানুষও করোনা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চালানোর সাথে সাথেই নতুন করে দুর্যোগের মুখে পড়েন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়।

কিন্তু ঠিক তার পরেই রাজ্যের বিরোধীরা তীব্র দাবি তোলেন এই ত্রাণ বন্টন নিয়ে শাসক দলের চরম দুর্নীতি চলছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতেও রাজ্যের রেশনিং দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন বিরোধীরা। এবং তাপরেই রাজ্যের খাদ্য সচিব বদল হয়ে যায়। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার মুখ খুললেন এককালের তৃণমূলের ঘরের মানুষ বর্তমান বিজেপি নেতা মুকুল রায় স্বয়ং। তাঁর মতে ত্রাণ সংক্রান্ত্র ব্যাপারে যাতে কোনো রকম দুর্নীতি না করা হয়, সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু মুখ্যমন্ত্রীর কথাটি উড়িয়ে দিয়ে তাঁর দলের বেশ কয়েকজন ইতিমধ্যেই ত্রাণ নিয়ে দলবাজি চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন মুকুল রায়। মুকুল রায় এদিন আরও জানানো,দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় প্রত্যেকটি পরিবার। তাই দলমত বিচার না করে প্রত্যেকের হাতে যাতে এই ত্রাণ পৌঁছায়, সে দিকে লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন শাসক সরকারের। এ প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘আমফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাতে কোনও দলবাজি না চলে সেব্যাপারে খোদ মুখ্যমন্ত্রীই সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু যাঁদের মাধ্যমে ত্রাণ বিলি হচ্ছে তাঁরাই ত্রাণ সামগ্রী নিয়ে দলবাজি করছেন।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায় এরপর দাবি করেন, ত্রাণ বন্টন নিয়ে শাসক শিবির মোটেই উদারতা দেখাতে পারেনি। বরং ত্রাণ বিলি নিয়েও তাঁরা রাজনীতি চালিয়ে যাচ্ছেন পুরোদমে। যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি রাজ্যে কেন্দ্রীয় সরকারের পরিচালনায় আয়ুষ্মান ভারত যোজনা এবং কিষান সম্মান নিধি প্রকল্প চালু না হওয়ায় শাসক সরকারের যথেষ্ট সমালোচনা করেন তিনি এদিন। এ ব্যাপারে মুকুল রায় জানিয়েছেন, ‘আয়ুষ্মান ভারতের পাশাপাশি কিষাণ সম্মান-নিধি নিয়ে বিরোধিতা করেছে রাজ্য। রাজ্য বলছে তাদের নির্দিষ্ট প্রকল্প রয়েছে। কিন্তু রাজ্যের সঙ্গে যদি সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পেরও সাহায্য পেতেন তবে তাঁরা আরও বেশি করে উপকৃত হতেন।’

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ত্রাণ বিলি নিয়ে যদি কোনরকম দুর্নীতি হয়, তাহলে সাধারণ মানুষের জন্যও তা অত্যন্ত ক্ষতিকারক হবে। অন্যদিকে এই দুর্নীতি সাধারণ মানুষের চোখের সামনে এলেই তা কিন্তু শাসকদলের বিরুদ্ধে কথা বলবে। রাজ্যের বিরোধী দলগুলি প্রথম থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে ত্রাণ সংক্রান্ত দুর্নীতি নিয়ে যেভাবে মুখ খুলেছে, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এখন থেকেই দুর্নীতি নিয়ে সচেতন না হলে 2021 এর বিধানসভা নির্বাচনে শাসক দলের ইমেজে ছাপ যে পড়বে সেকথা অনস্বীকার্য। আপাতত এই দুর্নীতি কিভাবে সামলায় শাসক সরকার, সেদিকেই চোখ রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!