এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতে গিয়েও আটকানো গেল না মুকুল রায়দের, অবশেষে এই পদক্ষেপ রাজ্য প্রশাসনের

আদালতে গিয়েও আটকানো গেল না মুকুল রায়দের, অবশেষে এই পদক্ষেপ রাজ্য প্রশাসনের

আসন্ন লোকসভা নির্বাচনের আগেই বাংলায় দলীয় সংগঠনের শ্রীবৃদ্ধি করতে রাজ্যে রথযাত্রার পরিকল্পনা নিয়েছিলেন গেরুয়া শিবির। কিন্তু বিজেপির এই রথযাত্রার ভবিষ্যৎ আদালতের দরজায় যাওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবারই রাজ্যের নিরাপত্তার কারণে বিজেপির এই রথযাত্রা কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। যার জেরে সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। শুক্রবার দিনভর শুনানি চললেও সেই সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশই বহাল রাখে ডিভিশন বেঞ্চ।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে আরও জানা যাচ্ছে, ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এই ব্যাপারে রাজ্যকে নির্দেশ দেন যে, সেই রথযাত্রা নিয়ে যেন তাঁরা বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন। সেইমত গত শনিবারই নবান্নে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায় এবং জয়প্রকাশ মজুমদার।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আরও জানা যায়, লিখিতভাবে এই ব্যাপারে রাজ্যকে তাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেন তাঁরা। আর এতেই তৈরি হয় তীব্র জটিলতা। রাজ্য জানায় যে, এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। তাই তাঁদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে এই রথযাত্রা নিয়ে সেই বিজেপি নেতাদের বৈঠকে বসার জন্য আহ্বান জানাতে একপ্রকার বাধ্য হল রাজ্য।

সূত্রের খবর, বৃহস্পতিবার লালবাজারে বিজেপি প্রতিনিধি দলের মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য বিজেপির সদর দপ্তরে একটি চিঠিও পৌঁছে গেছে বলে খবর।

রাজনৈতিক মহলের মতে বিনা যুদ্ধে তাঁরা যে রাজ্য প্রশাসনকে একচুলও জায়গা ছাড়বেন না তা ফের প্রমাণ করলেন বিজেপির মুকুল রায়, জয়প্রকাশ মজুমদাররা। আর তাই তো রথযাত্রা নিয়ে প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও পরে সেই বিজেপি নেতাদের আলোচনায় বসার জন্য আহ্বান জানাতে বাধ্য হল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!