এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল দল ছাড়তেই একাধিক হেভিওয়েটের ইস্তফা, বড়সড় ভাঙ্গনের মুখে কি গেরুয়া শিবির?

মুকুল দল ছাড়তেই একাধিক হেভিওয়েটের ইস্তফা, বড়সড় ভাঙ্গনের মুখে কি গেরুয়া শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই ইস্তফা বিজেপির হেভিওয়েটের। গতকাল বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিনহা তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন যে, গত কিছুদিন ধরে দলের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তাঁকে জানানো হয়নি। যার ফলে তিনি কিছু জানতে পারছিলেন না। এর উপর শারীরিক অসুস্থতার কারণে তিনি আপাতত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে কি করবেন? তা এখনো ঠিক করেননি তিনি।

মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিজেপি নেতা। তাই তাঁর হঠাৎ করে পদত্যাগ জল্পনা বাড়িয়ে দিয়েছে বহুগুনে। দলের সাংগঠনিক জেলা সভাপতি এই চিঠি পেয়েছেন। জেলা সম্পাদক দেবদাস মন্ডল জানালেন, দল ক্ষমতায় আসতে পারে নি, এ কারনে নিজের স্বার্থসিদ্ধির হবে না মনে করে, তিনি তৃণমূলে ফিরে যাবার চেষ্টা করছেন। এতে দলের কোনো ক্ষতি হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গতকাল বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে সাংসদ ও তিন বিধায়ক অনুপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন না সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তানিয়া,বাগদার বিধায়ক বিশ্বজিত্ দাস। বিধায়ক সুব্রত ঠাকুর অসুস্থ থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি। বিধায়ক বিশ্বজিৎ দাস কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তবে সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক অশোক কীর্তানিয়া কেন অনুপস্থিত ছিলেন? তা এখনো জানা যায়নি।

অন্যদিকে, গতকাল মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, তিনি কি বলবেন? হাজার হাজার কর্মী ঘরছাড়া রয়েছেন, তাদের ঘরে ফেরানো এখন তাঁদের প্রধান কাজ। কে এল? কে গেল? তা নিয়ে ভাবার সময় নেই। তিনি আরও জানালেন, কিছু লোক ভোটে জেতার জন্য বিধানসভার আগে এসেছিলেন। বিভিন্ন অভিযোগ করে বেসুরো হয়েছেন তাঁরা। এজন্য দলের কোনো ক্ষতি হবে না। দলের কর্মীরা হলেন দলের সম্পদ। তাঁরা দলের সঙ্গে আছেন। আবার মুকুল রায় তৃণমূল ফিরে যাবার পর বিজেপিতে যোগ দেওয়া মনিরুল ইসলাম, আসিফ ইকবাল, গদাধর হাজরা, বিদ্যুৎ চট্টোপাধ্যায় প্রমুখরা তৃণমূলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!