এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শুভেন্দুর পর মুকুলের নামেও পোস্টার অনুগামীদের, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

শুভেন্দুর পর মুকুলের নামেও পোস্টার অনুগামীদের, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও পোস্টার কাণ্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সেখানে এতদিন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা গেলেও দাদার অনুগামীদের এবার পোস্টার দিতে দেখা গেছে মুকুল রায়ের নামে। হ্যাঁ, অবাক হলেও এমনটাই ঘটেছে বলেই জানা গেছে।

সেখানে শিলিগুড়িতে মুকুল রায়ের ছবি-সহ পোস্টার ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলেই জানা গেছে। বস্তুত, এতদিন শুভেন্দু-রাজীবের পোস্টার কাণ্ডে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন যে তাঁরা দলের প্রতি বীতশ্রদ্ধ এবং দল ছাড়ার পরিকল্পনা করছেন। তাই তাঁর অনুগামীরা তাঁদের নিয়ে নিজেদের রাজনীতি করছে।

কিন্তু সেক্ষেত্রে তাঁদের মতে দেখতে গেলে তাঁদের তরফে কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবুও দলের তরফ থেকে তাঁদের সঙ্গে বৈঠক করার সঙ্গে সঙ্গে তাঁদের দলের বিভিন্ন কর্মসূচিতে অনুপস্থিতি লক্ষ্য করে অনেকেই মনে করেছিলেন যে তাহলে নিশ্চয়ই দল ছাড়ছেন তাঁরা। সেখানে শুভেন্দু অধিকারী প্রসঙ্গ প্রায় সকলেরই জানা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও সেখানে তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে, বিরোধীরা ইচ্ছে করে এমন কাজ করছে। সেখানে তাঁদের দলের নেতা মন্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করছে বলেই দাবি করেছিলেন তাঁরা। কিন্তু সেই হিসেব একেবারে পাল্টে গেছে সাম্প্রতিক ঘটনায়। সেখানে শুভেন্দু রাজীবের পর কেন দাদার অনুগামীরা মুকুল রায়ের নামে পোস্টার রাজনীতি এবার শুরু করলেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হতেই রাজ্যে পোস্টার রাজনীতি শুরু হয়। সেইসব পোস্টারে শুভেন্দু অধিকারীর নামের আগে নানা বিশেষণ বসে। শুভেন্দুকে তৃণমূল দলের বা মন্ত্রী বলে উল্লেখ না করে বহু নামে বিভূষিত করা হয়। কিন্তু মুকুল রায়ের নামে কেন পোস্টার পড়লো সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বস্তুত, শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়তে পারেন বা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে তাঁর অনুগামীরা এমনটা করছেন বলে একটা যুক্তি খাড়া করা গেলেও, মুকুল রায়ের নামে পোস্টারের অর্থ কি সেই নিয়ে কপালে ভাঁজ পরেছে রাজনৈতিক বিশ্লেষকদের। সেখানে মুকুল রায়ের নামে পোস্টারে লেখা হয়- মুকুল তোমার হাত ধরে, পদ্ম ফুটুক ঘরে ঘরে। পরিবর্তনের পরিবর্তন হোক বাংলায়। আমরা দাদার অনুগামী।

কিছুদিন আগে শুভেন্দু ও রাজীবকে একসঙ্গে রেখেও দাদার অনুগামীরা পোস্টার দিতে দেখা যায়। সেখানে অনেকেই প্রশ্ন তোলেন যে শুভেন্দুর পদ্ম-যাত্রা কি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে? তবে বর্তমান ঘটনায় সেখানে নতুন করে প্রশ্ন উঠেছে যে, তবে কি বিজেপির সদস্যরাই দাদার অনুগামী সেজে পোস্টার দিচ্ছেন, নাকি দাদার অনুগামী বলতে আদপে তাঁরা শুভেন্দু অধিকারীরই অনুগামী? রাজ্য রাজনীতিতে জল্পনা কিন্তু আরো ঘোরতর হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!