এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জল্পনা বাড়িয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক শীর্ষনেতার সঙ্গে গোপন বৈঠক মুকুল রায়ের

জল্পনা বাড়িয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক শীর্ষনেতার সঙ্গে গোপন বৈঠক মুকুল রায়ের


একদিকে যখন আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আইনি যুদ্ধে ও প্রতিবাদে শাসকদলের ঘুম ওড়াচ্ছেন অন্যদিকে তখন সুকৌশলে বিক্ষুব্ধ তৃণমূলীদের কাছে টানার প্রক্রিয়া শুরু করেছেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে রাজ্যজুড়েই তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল অশান্তির চোরাস্রোত। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ভালো কাজ করেও বহু নেতা এবার টিকিট পাননি। বিশেষ করে ‘নব্য ও তৎকাল’ তৃণমূলীদের দাপটে পায়ের তলায় মাটি হারাতে বসেছেন দলের প্রায় জন্মলগ্ন থেকে থাকা নেতা-কর্মীরা। আর এঁদেরই একটি বৃহদংশ গোপনে বৈঠক করলেন বিজেপি নেতা মুকুল রায়ের সাথে। ফলে পঞ্চায়েতের আগেই দলবদলের জল্পনা চরমে উঠেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, নদীয়ার এক প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইতিমধ্যেই এই নিয়ে মুকুল রায়ের সঙ্গে গোপন বৈঠক করেছেন। সেই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন একাধিক আদি তৃণমূলী নেতা ও শাসকদলের বর্তমান কাউন্সিলর। যদিও এই নিয়ে মুখ খোলেননি মুকুল রায় নিজে বা বৈঠকে যোগদানকারী নেতারা। এমনকি বিজেপির তরফেও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মুকুল রায়ের ঘনিষ্ঠ এক নেতার কথা অনুযায়ী, বৈঠক সফল, ওঁরা নিজেরাই এসেছিলেন দাদার (মুকুল রায়ের) সঙ্গে বৈঠক করতে। যেকোনোদিন ওই সকল নেতারা বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। তবে দাদা পরামর্শ দিয়েছেন মাথা ঠান্ডা রেখে কাজ করার। আপাতত দাদার পরামর্শ অনুযায়ী ওই সকল নেতারা মাটি কামড়ে পড়ে থেকেই কাজ চালিয়ে যাবেন, আর ‘সঠিক’ সময়ের জন্য অপেক্ষা করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!