এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবশেষে বিজেপিতে পদ পেলেন মুকুল রায় – পেতে পারেন আরো বড় দায়িত্ত্ব, বাড়ছে জল্পনা

অবশেষে বিজেপিতে পদ পেলেন মুকুল রায় – পেতে পারেন আরো বড় দায়িত্ত্ব, বাড়ছে জল্পনা


গত বছরের ৩ রা নভেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বঙ্গ-রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা মুকুল রায়। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর প্রায় ৮ মাস কেটে গেলেও তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবেই থেকে গেছেন, পান নি কোন পদ। আর তাই এই নিয়ে জল্পনার অন্ত ছিল না, বিশেষ করে তাঁর অনুগামী বলে পরিচিতরা এই ঘটনার ফলে বেশ মুষড়ে পড়েছিলেন বলে খবর।

কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ত্ব পেয়েই নিজের ক্যারিশমা দেখতে সুর করেন মুকুল রায়। তাঁর হাত ধরে একদিকে যখন বিপুল পরিমান সংখ্যালঘু মুখ বিজেপির টিকিটে পঞ্চায়েতে লড়েছেন, অন্যদিকে, তেমনই বামফ্রন্ট-কংগ্রেসকে টপকে গেরুয়া শিবির তৃণমূল কংগ্রেসের প্রধান চ্যালেঞ্জারের জায়গায় পৌঁছে গেছেন। আর এ সব কিছুরই পুরস্কার পেলেন মুকুল রায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, বঙ্গ শিবিরের আরেক জনপ্রিয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়কেও বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। তাই সরাসরি জাতীয়স্তরে পদ পাওয়ায় এবার রীতিমত জল্পনা শুরু হয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। এবার কি তাহলে আগের পরিকল্পনা মত জাতীয় সম্পাদকের পদ পেতে চলেছেন তিনি? আর এসবই কি হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে – জল্পনা কিন্তু ক্রমশ বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!