এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে প্রাক্তন নেত্রীকে বড়সড় পরামর্শ মুকুল রায়ের! জল্পনা বাড়ল রাজ্য-রাজনীতিতে

করোনা আবহে প্রাক্তন নেত্রীকে বড়সড় পরামর্শ মুকুল রায়ের! জল্পনা বাড়ল রাজ্য-রাজনীতিতে


করোনা মোকাবিলা নিয়ে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তথ্য গোপন থেকে শুরু করে মহামারীতে রেশনে দুর্নীতি, বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিতে সক্ষম গেরুয়া শিবির। তবে এই ব্যাপারে দিলীপ ঘোষ থেকে শুরু করে সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকেই সরকারের বিরুদ্ধে সরব হন। তবে এক্ষেত্রে নীরব থাকতে দেখা যায় বঙ্গ বিজেপির চানক্য তথা তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়কে।

সেভাবে তাকে করোনা মোকাবিলায় সোচ্চার হতে কখনও দেখা যায়নি। যে মুকুল রায় প্রায়শই বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হন, সেই তিনি কেন বিজেপির অন্যান্য নেতা-নেত্রীদের ভাইরাস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন না, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয় জল্পনা। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন সেই মুকুল রায়। কিন্তু এক্ষেত্রে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া অপেক্ষা কিভাবে করোনাকে মোকাবিলা করা যাবে, তার জন্য প্রাক্তন নেত্রীকে পরামর্শ দিলেন বঙ্গ বিজেপির চাণক্য।

সূত্রের খবর, এদিন কনটেইনমেন্ট জোন নিয়ে নিজের মন্তব্য উপস্থাপিত করেন বিজেপির মুকুল রায়। তিনি বলেন, “রাজ্য সরকার এমনভাবে কনটেইনমেন্ট জোনের ব্যাখ্যা দিচ্ছে, তাতে মনে হচ্ছে, যে বাড়িতে সংক্রমণ ছড়িয়েছে, সেই কনটেইনমেন্ট জোন। এই কারণেই শুরু থেকে কলকাতায় সংক্রমণ ছড়িয়েছে। তাহলে বলা যেতে পারে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। এই আক্রান্তের সংখ্যা বাড়ল কেন! প্রথম দিন থেকে সঠিক ভাবে লকডাউন প্রয়োগ হলে এই অবস্থা তৈরি হত না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই করোনা মোকাবিলা করতে সকলকে একসাথে চলার পরামর্শ দেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, করোনার বিরুদ্ধে লড়াইটা সবাইকে নিয়ে করুন। যাতে সবাই তাতে অংশগ্রহণ করতে পারে।” তবে সকলকে নিয়ে করোনা মোকাবিলায় একসাথে চলার বার্তা মুকুল রায়ের গলায় শোনা গেলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের যে অভিযোগ করা হচ্ছে, তাকে খন্ডন করে দেন এই বিজেপি নেতা।

তিনি বলেন, “কোনোভাবেই করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও রাজ্যের সম্পর্ককে অস্থিরতার মধ্যে ফেলেছেন। যা কোনো অবস্থাতেই কাম্য নয়।” তবে মুকুল রায় করোনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেও, করোনা পরিস্থিতির মধ্যে একসাথে চলার বার্তা দিয়ে তিনি নিজের মহানুভবতাকে প্রকাশ করলেন বলেই মত রাজনৈতিক মহলের।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন করোনা এমন একটি মহামারী, যেখানে সকলের একসাথে হাতে হাত ধরে লড়াই করা উচিত। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময় শাসক-বিরোধী তরজা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রেখে সকলকে একসাথে চলার বার্তা দিয়ে রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়কে মাস্টারস্ট্রোক দিলেন তারই এককালের সঙ্গী তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর তার সাথেই জল্পনা বাড়ছে রাজ্য-রাজনীতিতে – মুকুল রায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিরোধিতা ভুলে করোনা আবহে এক হয়ে চলার বার্তা দিতে পারেন, তাহলে কি বাকি নেতানেত্রীরাও এখন রাজনীতির দ্বন্দ্ব ভুলে এক হয়ে লড়াইটা করতে পারবেন? যেহেতু করোনার কোনো প্রতিষেধক বেরোয় নি, তাই এই লড়াইটা যথেষ্ট কঠিন – আর তাই আপাতত রাজনীতি ভুলে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে সকলকেই চমকে দিলেন মুকুল রায়। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!