এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘বিশ্ববাংলা’ ইস্যুতে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় স্বস্তি মুকুল রায়ের

‘বিশ্ববাংলা’ ইস্যুতে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় স্বস্তি মুকুল রায়ের


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই প্রথম প্রকাশ্য জনসভা থেকে মুকুল রায় ‘বিশ্ববাংলা’ নিয়ে তৃণমূলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন। মুকুলবাবুর অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বিশ্ববাংলা’ আদতে রাজ্য সরকারের না, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন। আর এর পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির আইনজীবী সুদূর আলিপুরদুয়ার আদালতে মুকুল রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন।

সেই মামলায় এবার বড়সড় স্বস্তি মিলল বিজেপি নেতা মুকুল রায়ের। আলিপুরদুয়ার আদালত সেই মামলায় প্রথমে মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের উপর স্থগিতাদেশ পেলেন মুকুল রায়। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ই জুলাই, সেইদিন পর্যন্ত ক্ষমা চাওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হল। ফলে আপাতত, ৭ ই জুলাই পর্যন্ত মুকুল রায় বড়সড় স্বস্তি পেলেন ‘বিশ্ববাংলা’ ইস্যুতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!