এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলকে সামনে রেখেই বিজেপিকে রোখার জন্য মমতার ছক সফল! ক্ষোভে গজরাচ্ছেন শুভেন্দুরা!

মুকুলকে সামনে রেখেই বিজেপিকে রোখার জন্য মমতার ছক সফল! ক্ষোভে গজরাচ্ছেন শুভেন্দুরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগেই অনুমান করা হয়েছিল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচন নিয়ে ব্যাপক চাপানউতোর তৈরি হবে। কার্যত তাই হল আজ বিধানসভায়। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসলেও এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক হিসেবেই তিনি রয়ে গিয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি কৃষ্ণনগর উত্তর থেকে জয়লাভ করেন। সেই সূত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন আজ মুকুল রায়। গেরুয়া শিবির থেকে এই আশংকা আগেই করা হয়েছিল। বারংবার এই নিয়ে আপত্তিও জানিয়েছিলেন বিজেপি নেতারা। মুকুল রায়ের নাম মনোনয়ন হিসাবে জমা দেওয়ার ক্ষেত্রেও আপত্তি তোলা হয় বিজেপি থেকে।

যদিও মুকুল রায় রাজ্যের প্রধান প্রধান বিরোধী দলের সমর্থন ছাড়াই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মনোনয়নপত্র পেশ করেন। আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ পর্যন্ত যেভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়া হয়েছে, এবারেও বিজেপি বিধায়ক মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে আজকে বিধানসভা ভবনে। বিজেপি বিধায়করা তুমুল বিক্ষোভ দেখায় এবং তাঁরা ওয়াকআউট করেন। যাবার আগে অবশ্য স্পীকারের কাছে তাঁরা অভিযোগপত্র জমা দেন।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট কুড়ি জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছিল বিধানসভা তরফে। সেখানে বিজেপির 6 জন, তৃণমূলের 13 জন এবং মুকুল রায় আলাদাভাবে মনোনয়ন দাখিল করেছিলেন। কুড়িটি বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। তাই বিনা প্রতিদ্বন্দিতায় কমিটিতে নির্বাচিত হন এই কুড়িজন। এরপর কমিটির মাথায় কে বসবেন, তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। আগে থেকেই অবশ্য রাজনৈতিক মহলের অনেকেই অনুমান করেছিলেন, মুকুল রায় হয়তো শীর্ষে বসতে পারেন রাজনৈতিক হিসাব-নিকাশের হাত ধরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকে সেই অনুমানই সফল হল। বিশেষজ্ঞদের মতে, কার্যত পিএসির চেয়ারম্যান পদে বরাবরই বিরোধীদের দেখা যায়। কিন্তু 2016 থেকে 2021 এ পিএসি কমিটির চেয়ারম্যান ছিলেন মানস ভুঁইয়া। কার্যত মানস ভুঁইয়া কংগ্রেস বিধায়ক থাকা সত্বেও তৃণমূলে যোগদান করেন এবং একইভাবে আজ মুকুল রায়ও পিএসির চেয়ারম্যান হলেন। বিজেপি বিধায়করা ইতিমধ্যেই জানিয়েছেন, মুকুল রায়কে যেভাবে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে, তা রাজনৈতিক প্রহসন ছাড়া আর কিছু নয়।

সেক্ষেত্রে তাঁদের হুঁশিয়ারি, মুকুল রায় বিজেপি বিধায়ক আপাতত থাকলেও পরবর্তীতে তা টিকিয়ে রাখতে পারবেননা। কারণ বিরোধী আইন কার্যকর করা নিয়ে এবার কার্যত উঠেপড়ে লাগবে গেরুয়া শিবির। অন্যদিকে আজকে বিধানসভার পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নির্বাচিত হওয়া নিয়ে আরো একটি বিতর্কের জন্ম হলো রাজ্য রাজনীতিতে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বও যে এর ফলে কয়েক গুণ বেড়ে যাবে, তা নিশ্চিত করে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!