এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের চাপ বাড়ল মুকুলের, ইডি, সিবিআই দুদিকের সাঁড়াশি চাপে বঙ্গের চাণক্য!

ফের চাপ বাড়ল মুকুলের, ইডি, সিবিআই দুদিকের সাঁড়াশি চাপে বঙ্গের চাণক্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফের অস্বস্তিতে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূলের থাকার সময়ে সারদার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তার। যার পরবর্তীকালে তার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে অনেকেই কটাক্ষ করতে শুরু করেছিলেন‌। বলেছিলেন, আসলে এই সমস্ত আর্থিক কেলেঙ্কারির দিক থেকে রক্ষা পেতেই তিনি বিজেপিতে যোগদান করছেন। যদিও বা বরাবর তা নস্যাৎ করে দেন মুকুল রায়। সব সময় দাবি করেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। আর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নথিপত্র বা ব্যাংক আমানতের যে সমস্ত তথ্য মুকুল রায় আগে পেশ করেছেন, তা আংশিক বলে জানিয়ে দেওয়া হল।

যেখানে মুকুল রায় এবং তার স্ত্রীর সম্পত্তির পূর্ণ হিসেবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সবিস্তার বিবরন চেয়ে পাঠিয়েছে ইডি‌। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপি নেতা মুকুল রায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামনেই বিধানসভা নির্বাচন‌। তার আগে ইডির পক্ষ থেকে বাংলার বিজেপি চাণক্যের কাছে এই ধরনের নির্দেশ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে মুকুল রায়কে। যেখানে বলা হয়েছে, “3 জুলাই ইমেইল করে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল, 31 শে জুলাই ইমেইল করে তিনি তার অনেকটা জানিয়ে দেন। কিন্তু কিছু বাকি আছে। মাত্র একটি ব্যাংক একাউন্টের নথি দিয়েছেন তিনি‌। এবার তার এবং তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্টের নথি চাই। চাই 2017-18 এবং 2019-20 সালের আয়কর রিটার্ন। 2013 14 অর্থবর্ষ থেকে অদ্যাবধি তিনি যত সম্পত্তি কিনছেন, তার হিসেব দিতে হবে চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে।” যদিও বা তিনি এই চিঠির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়ে দিয়েছেন মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “এমন কোনো চিঠির কথা আমি জানি না। অফিসে গিয়ে দেখতে হবে কিছু এসেছে কিনা! কিছু জানতে চাইলে জানিয়ে দেওয়া হবে।” অর্থাৎ মুকুলবাবু নিজের বক্তব্যের মধ্য দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন যে, তার কাছে চিঠি আসা নিয়ে যে পক্ষ থেকে যে খবরই থাক না কেন, তিনি এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানেন না। তবে যদি এই চিঠি আসে এবং তার যদি সত্যতা থাকে, তাহলে চাপ যে ক্রমশ বাড়বে বিজেপি নেতার, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে একাধিকবার মুকুলবাবুকে ডেকে জেরা করেন সিবিআই অফিসাররা। সারদা থেকে শুরু করে পরবর্তীতে নারদা মামলাতেও নাম জড়িয়ে পড়ে মুকুল রায়ের। তবে ক্যামেরায় তাকে টাকা নিতে দেখা যায়নি। এরপর বহু জল গড়িয়ে গেছে‌। তৃণমূলের মুকুল রায় যোগদান করেন ভারতীয় জনতা পার্টি। তার তারপর থেকেই একাংশ প্রশ্ন তুলেছিল, এই সমস্ত আর্থিক কেলেঙ্কারির মামলা থেকে রেহাই পেতেই মুকুল রায় বিজেপিতে যোগদান করছেন। কিন্তু এবার ইডির পক্ষ থেকে তার কাছে আরও নথি চাওয়ায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!