এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ মির্জার সঙ্গে মুখোমুখি জেরায় মুকুল রায়কে বসাচ্ছে সিবিআই, জল্পনা সর্বস্তরে

আজ মির্জার সঙ্গে মুখোমুখি জেরায় মুকুল রায়কে বসাচ্ছে সিবিআই, জল্পনা সর্বস্তরে


নারদকাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছেন পুলিশ কর্তা আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে। আর এবার আজ দুপুরে এই নারদকাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চলেছে তৎকালীন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়কে। যে ঘটনায় এখন রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোলের সৃষ্টি হয়েছে। বস্তুত, নারদকান্ডে যে ভিডিও প্রকাশ এসেছিল, তাতেই দেখা গিয়েছিল এই এসএমএইচ মির্জা বিপুল পরিমাণ টাকার কথা বলছেন।

আর তার ফোনের ওপারে কোনো একজন ব্যক্তি কথা বলছিলেন। এখন সেই ব্যক্তি ঠিক কে, তারই রহস্য উন্মোচন করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মির্জাকে গ্রেপ্তারের পরই শুক্রবার বিজেপি নেতা মুকুল রায়কে জেরার জন্য ডেকেছিল সিবিআই। দলীয় কর্মসূচির জন্য তিনি এদিন আসতে পারবেন না বলে প্রতিনিধি মারফত চিঠি দিয়ে সিবিআইকে জানিয়ে দেন মুকুল রায়।

তবে তাকে জেরার জন্য আর বিন্দুমাত্র সময় দেওয়া হবে না বলে পাল্টা মুকুল রায়কে জানিয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই মতই আজ বেলা তিনটের সময় সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজির দেওয়ার কথা রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল জল্পনা রাজ্য-রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, আইপিএস অফিসার এসএমএইচ মির্জার কাছে আসা এক কোটি টাকা ঠিক কোথায় রয়েছে, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত সিবিআই। এই পুলিশকর্তার মাধ্যমে তা কোনো একটি রাজনৈতিক দলের তহবিলে গিয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই এই ব্যাপারে সেই এসএমএইচ মির্জাকে জেরা করা হলেও তিনি তার সদুত্তর দিতে পারেননি।

কখনও বলেছেন, “মনে পড়ছে না”, আবার কখনও বা “এই টাকার বিষয়ে তার কিছু জানা নেই” বলে দায় এড়িয়েছেন এসএমএইচ মির্জা। সিবিআইয়ের দাবি, বর্ধমান জেলার পুলিশ সুপার থাকাকালীন যথেষ্ট প্রতিপত্তি ছিল এই মির্জার। শাসক দলের অনেক নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ভিডিও ফুটেজ সেই পুলিশ কর্তাকে টাকা নিতে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছিল চাঞ্চল্য। কিন্তু তার নেওয়া সেই টাকা এখন কোথায় গেছে, তা খুঁজতেই ব্যস্ত তদন্তকারীরা।

আর এহেন একটা পরিস্থিতিতে সেই এসএমএইচ মির্জাকে গ্রেপ্তারের পর এবার আজ বিজেপি নেতা মুকুল রায়কে সিবিআই তলব – অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তখন মুকুল রায় তৃণমূলে ছিলেন। ফলে জেরাপর্বে মুকুলবাবুর কাছ থেকে সিবিআই আধিকারিকরা কোনো বিস্ফোরক তথ্য পান কিনা এবং মুকুল রায়ও তার জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সন্তুষ্ট করতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!